X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় বিশ্বব্যাংকের কাছে ২৫০ মিলিয়ন ডলার সহায়তা চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৭

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা দিতে ২৫ কোটি মার্কিন ডলার সহায়তা চেয়েছে বাংলাদেশ। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ইআরডিতে চিঠি দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের সঙ্গে ইআরডি আলোচনা করে এই অর্থ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, ‘চলতি বছরের ২৫ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত, এই একমাসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে ৪ লাখ। এরমধ্যে নারী-শিশুই বেশি। এছাড়া অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা ১৬ থেকে ১৭ হাজার হলেও সন্তানকে এখনও দুধ পান করাচ্ছেন এমন মাসহ নারীর সংখ্যা দাঁড়াচ্ছে ৭০ হাজার।’ তিনি জানান, ‘সরকারের পক্ষ থেকে আমরা সাধ্যমতো রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। আশ্রয় নেওয়া অনেকে আছেন, যারা বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।’

রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশ এখনও ভালো করা সম্ভব হয়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী উদ্বেগের সঙ্গে জানান, ‘সেখানে তারা মানবেতর জীবনযাপন করছে। তাই যেকোনও সময় যেকোনও রোগ মহামারি আকার ধারণ করতে পারে। এটি ঠেকাতেই আগে থেকেই এর প্রতিরোধ প্রয়োজন। এ জন্যই এই অর্থ সহায়তা প্রয়োজন।’ তিনি বলেন, ‘আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কক্সবাজারের আশপাশের জেলা থেকে অনেক স্বাস্থ্যকর্মী এনে ক্যাম্পে নিয়োগ দিয়েছি। সেখানে অনেকগুলো মেডিক্যাল টিম কাজ করছে।’ প্রয়োজন হলে আরও মেডিক্যাল টিম গঠন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।   

 

/জেএ /এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
‘হতাশা থেকে রোহিঙ্গারা আইনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে’
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বশেষ খবর
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
বজ্রাঘাতে দুই জেলায় ৫ জনের মৃত্যু
বজ্রাঘাতে দুই জেলায় ৫ জনের মৃত্যু
ভাঙা হাটের দিন
ভাঙা হাটের দিন
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে