X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সুষ্ঠুভাবে পূজা আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৮

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সাঈদ খোকন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে পালনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। হিন্দু নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নগরভবনের সেমিনার কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র বলেন, ‘আমাদের দেশ গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। যে চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, সেই চেতনায় উজ্জীবিত হয়ে আমরা সব ধর্মের মানুষ মিলে এই উৎসব পালন করি। আমাদের চেতনা— ধর্ম যার যার, উৎসব সবার।’ এই উৎসবকে আরও সুন্দরভাবে সম্পন্ন করতে কোনও পরামর্শ থাকলে তা জানানোর আহ্বান জানান তিনি।
মেয়র আরও বলেন, ‘মানুষ যেন সুষ্ঠুভাবে পূজা পালন করতে পারে, সেজন্য এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এরপরও উৎসব উদযাপনে কোনও ধরনের সমস্যা দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে সমাধান করা হবে।’
সার্বজনীন মন্দিরগুলোকে অনুদানের চেক তুলে দিচ্ছেন মেয়র সাঈদ খোকন সাঈদ খোকন বলেন, ‘এর আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। মন্দির সংলগ্ন এলাকার পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখা, মন্দিরে পূজারিদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াতে রাস্তায় পর্যাপ্ত পরিমাণে এলইডি বাতি সংযোজন, রাস্তাঘাট মেরামত করে দেওয়া, সড়ক বিভাজক ও জেব্রা ক্রসিংয়ে রঙ করা— এসব কাজ শেষ করা হয়েছে।’
পরে মেয়র ডিএনসিসির অধীন ১৫১টি সার্বজনীন মন্দিরের প্রতিটির জন্য ৫ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সভাপতি জয়ন্ত সেন দিপু, ঢাকা মহানগরী সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জী, সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায় প্রমুখ।

আরও পড়ুন-
প্রস্তুতি সম্পন্ন: আজ বোধন, কাল শুরু দুর্গা পূজা

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ: এরশাদ

সংবিধানে সব ধর্ম-বর্ণের মানুষের সমঅধিকার নিশ্চিত করা হয়েছে: প্রধানমন্ত্রী

দুর্গোৎসবের মানবকল্যাণ প্রতিষ্ঠার শিক্ষাকে আত্মস্থ করতে হবে: খালেদা জিয়া

/এসএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন