X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘রুচির মিল থেকেই তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ার আসক্তি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ১৮:০৮আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৮:১৩

মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী আবদুল্লা আল মামুন
নিজের মানসিকতার সঙ্গে মিলে যাওয়া জিনিস সামনে এলে মানসিক তৃপ্তি আসে। সোশ্যাল মিডিয়ায় সেটিই হচ্ছে। রাজনৈতিক, বিনোদন বা রান্না— এমন বিভিন্ন ক্ষেত্রে একই রুচির ব্যক্তিরা মিলে গ্রুপ তৈরি করছে। এভাবেই এক ধরনের আসক্তি তৈরি হচ্ছে।’
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন আয়োজিত ‘সোশ্যাল মিডিয়ায় আসক্তি’ শীর্ষক বৈঠকিতে মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী আবদুল্লা আল মামুন এ মন্তব্য করেন।
বৈঠকিতে আবদুল্লা আল মামুন বলেন, ‘মানসিক তৃপ্তি তখনই আসে, যখন আমার মানসিকতার সঙ্গে মিলে যাওয়া জিনিস সামনে আসে। আমার রুচির সঙ্গে মিলে যাওয়া জিনিসকে আমি চাইলেই সামনেই পাচ্ছি, এমন অবস্থা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একই রুচির মানুষেরা সোশ্যাল মিডিয়ায় গ্রুপ বা ঘরানা তৈরি করছেন। সেটা রাজনৈতিক হতে পারে, বিনোদন হতে পারে, কেউ কেউ রান্নার জন্যও গ্রুপ তৈরি করছেন। এসব গ্রুপে নিজের রুচির সঙ্গে মিলে যাওয়া কনটেন্টই বারবার আসছে সামনে। এভাবেই তৈরি হচ্ছে আসক্তি।’
আবদুল্লা আল মামুন আরও বলেন, ‘এখন এমন একটি সময়, ডিভাইসও বসে আছে আসক্তি তৈরি করার জন্য। ডিভাইস ও সামাজিক মাধ্যম এমনভাবে সবকিছু সেট করে রাখা হচ্ছে, যেন কেউ চাইলেই তার চাহিদামতো কনটেন্ট সামনে পায়; যেন চাহিদার বিষয়গুলোই সে জানতে পারে, বুঝতে পারে। ফলে এই আসক্তির পেছনে পুঁজিবাদেরও ভূমিকা রয়েছে।’
শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিওতে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শুরু হয় এই বৈঠকি। এটি সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ সম্প্রচার করা হয় এই আয়োজন।
বৈঠকি সঞ্চালনা করেন মুন্নী সাহা। এতে আরও অংশ নিয়েছেন সংগীতশিল্পী মাকসুদুল হক, বিএসএমএমইউয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক সালাহ উদ্দিন কাওসার বিপ্লব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।
আরও পড়ুন-
‘সোশ্যাল মিডিয়ায় আসক্তি’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

‘পুঁজিবাদ দিয়েই সোশ্যাল মিডিয়ায় আসক্তিকে ব্যাখ্যা করতে হবে’



‘কতটা সময় ব্যবহার করলে সেটাকে আসক্তি বলে, তা নির্ধারণ কঠিন’
‘সোশ্যাল মিডিয়া থেকে বের হতে না পারলে সেটাকে আসক্তি বলা যায়’

‘সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কোনও স্টাডি হয়েছে কিনা জানা নেই’

/এআরআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস