X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ফুলেল শ্রদ্ধায় জাতীয় চার নেতাকে স্মরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৭, ১১:৪৬আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১১:৫১

শ্রদ্ধা জানাচ্ছেন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা  জেলহত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সরকারের মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগারের স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘১৫ আগস্টের ষড়যন্ত্রের অংশ হিসেবেই ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ড হয়েছিল। স্বাধীনতা বিরোধীরা এখনও সেই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।’

শ্রদ্ধা জানাচ্ছেন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা

কারা এই ষড়যন্ত্র করছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি, যারা বাংলাদেশের অভ্যুদয় চায়নি, যারা বাংলাদেশকে আজও মেনে নিতে পারে না, তারাই ষড়যন্ত্র করছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্র চলছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা কী এই ষড়যন্ত্রের প্রমাণ দেয় না। বিভিন্নভাবে বিভিন্ন সময় তাকে (শেখ হাসিনা) ক্ষমতার বাইরে রাখার জন্য ষড়যন্ত্র হয়েছে। সব ষড়যন্ত্রকে ভেদ করে জাতির পিতার আদর্শ নিয়ে তার কন্যা ও চার নেতার বংশধররা সবাই এক হয়ে লড়াই করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মতিয়া চৌধুরী

এসময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, অ্যাডভোকেট সাহারা খাতুন, স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিমসহ আওয়ামী লীগ নেতারা। এছাড়া কারা কর্তৃপক্ষেরে পক্ষ থেকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান ছিলেন। তারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন।

ছবি: সাজ্জাদ হোসেন

 আরও পড়ুন:

 ‘১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা’

 

 

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস