X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

হেনস্তা করতেই আমার বিরুদ্ধে ৩২ মামলা: খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ১৫:০০আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৭:০৫

আদালতে খালেদা জিয়া (ছবি: ফোকাস বাংলা) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আমার বিরুদ্ধে এখন পর্যন্ত ৩২টি মামলা করা হয়েছে।  এর সবগুলোই করা হয়েছে অসত্য ও ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে। জনগণের কাছে এটা পরিষ্কার যে  আমার বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলাই হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে।  আমি রাজনীতিতে সক্রিয় বলেই এবং আমাকে ক্ষমতাসীনদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করেই মামলাগুলো দায়ের করা হয়েছে। অথচ শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলাগুলো তুলে নেওয়া হয়েছে।’ 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। আজ পঞ্চম দিনের মতো বক্তব্য রাখেন তিনি। 

লিখিত বক্তব্য পড়ার সময় খালেদা জিয়া বলেন, ‘ট্রাস্টের সঙ্গে কেউ কোনও অনিয়ম বা আইনভঙ্গ করলে তার বিরুদ্ধে ট্রাস্ট আইনে মামলা হতে পারে। কিন্তু দুদক কিভাবে ট্রাস্টের কথিত অনিয়ম, দুর্নীতির ব্যাপারে মামলা নথি করে? এটা কি তাদের আওতা ও এখতিয়ারের ভেতরে পড়ে? এছাড়া এখানে কোনও রকম দুর্নীতি হয়নি। এ মামলায় আমাকে কেন অভিযুক্ত করা হয়েছে তাও আমার বোধগম্য নয়।  আমার বিরুদ্ধে অসত্য ও ভিত্তিহীন অভিযোগে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে, জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতেই তারা এসব মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এসব মামলা দায়েরের উদ্দেশ্য হচ্ছে আমাকে হেনস্তা করা এবং জনগণের সামনে আমাকে হেয় করা।  কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল  হয়নি, হবেও না।  বরং এসব করে তারাই জনগণের কাছে হেয় হচ্ছে ও জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে।’

খালেদা জিয়া বলেন, “আমরা অসত্য ও ভিত্তিহীন অভিযোগে দায়ের করা মামলা-মোকদ্দমায় মোটেও ভীত নই। তবে দেশবাসী ও আমাদের আশঙ্কার কারণ অন্য জায়গায়। সেটা হচ্ছে অত্যন্ত সুপরিকল্পিত ও ন্যাক্কারজনকভাবে দেশ থেকে ন্যায়বিচারের  পরিবেশ ও  সুযোগ সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে।  শাসক মহল তাদের এই অপকর্ম ও অসত্য উদ্দেশ্য হাসিলের জন্য সব রকমের কারসাজির আশ্রয় নিয়েছে। জনগণ বলছে, দেশের ন্যায় বিচারের বদলে সৃষ্টি হচ্ছে ‘নাই’ বিচারের পরিবেশ।”

খালেদা জিয়া বলেন, ‘এখন সংবাদমাধ্যমের কোনও স্বাধীনতা নাই। ক্ষমতাসীনদের রোষানলে পড়ার ভয়ে তারা সত্য সংবাদ অবাধে প্রকাশ করার সাহস পায় না।’

পঞ্চমবারের মতো বক্তব্য দিয়েও খালেদা জিয়ার কথা শেষ না হওয়ায় আগামী ২৩ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন আদালত।

আরও পড়ুন- আজও বক্তব্য শেষ করতে পারলেন না খালেদা জিয়া

/বিআই/এআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস