X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রাজউকের ৪৫ দিনের সেবা ২০ দিনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ১৯:৫৯আপডেট : ২০ মার্চ ২০১৮, ২০:০১

রাজউক সেবা সপ্তাহে অল্প সময়ে সেবা পাচ্ছেন গ্রাহকরা (ছবি: শাহেদ শফিক) স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের সাফল্য উদযাপন উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ আয়োজন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (২০ মার্চ) শুরু হওয়া এই সেবা চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। এজন্য পুরো সপ্তাহ জুড়ে স্বল্প সময়ের মধ্যে রাজউকের সব ধরনের সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজউক জানিয়েছে, কোনও নাগরিক যদি এই সপ্তাহের মধ্যে ভবনের নকশা অনুমোদনের আবেদন করেন তাহলে ২০ দিনের মধ্যেই তা পেয়ে যাবেন। সাধারণত ভবনের নকশা অনুমোদনের জন্য ৪৫ দিন সময় লাগে। এছাড়া রাজউক থেকে দেওয়া সেবাগুলোর মধ্যে প্লট-ফ্ল্যাটের নামজারি, আম-মোক্তার, লিজ দলিল, হস্তান্তর ইত্যাদি নির্ধারিত সময়ের আগেই নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে।

সেবা সপ্তাহ উপলক্ষে থাকছে বিভিন্ন আয়োজন। আগামী ২২ মার্চ বিকাল ৩টায় স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের শোভাযাত্রায় অংশ নেবেন রাজউকের সব কর্মকর্তা-কর্মচারী। ২৩ মার্চ প্রধান কার্যালয়ে থাকবে গত সাড়ে আট বছরে রাজউকের সাফল্য নিয়ে সেমিনার। এছাড়া ২৫ মার্চ বিকাল ৩টায় গণপূর্ত অধিদফতরের মিলনায়তনে অংশীজনের (স্টেক হোল্ডার) উপস্থিতিতে সেমিনারের আয়োজন করা হয়েছে।

এ প্রসঙ্গে রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ স্বল্পোন্নত স্ট্যাটাস থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। এটি আনন্দের বিষয়। এই সাফল্য ও আনন্দ উপলক্ষে রাজউক বিশেষ সেবা সপ্তাহের আয়োজন করেছে। এই সাত দিনে খুব কম সময়ে সেবা প্রত্যাশীদের সেবা প্রদানে আমরা আন্তরিকভাবে সচেষ্ট থাকবো।’

রাজউকের চেয়ারম্যান বলেন, ‘বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিজেদের কাজকে সুচারুভাবে সম্পন্ন করতে পেরেছি। সেজন্যই আমাদের এই অর্জন সম্ভব হয়েছে।’

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে