X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘মনে হচ্ছিল ওরা আমাকে কিনে নিয়েছে’

এস এম আববাস
১৯ মে ২০১৮, ১৭:৩০আপডেট : ২০ মে ২০১৮, ০৯:০৪

ঢাকায় বিমানবন্দরে মানবাধিকার কর্মী সোনিয়া জাহান প্রীতির সঙ্গে সৌদি আরব থেকে দেশে ফিরে আসা তিন নারী

সৌদি আরব থেকে দেশে ফেরার পর যেন প্রাণ ফিরে পেয়েছেন রাজধানীর লালবাগের নারী শ্রমিক সুমাইয়া কাজল। সৌদি আরবে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘দুইদিন কাজ করার পর মনে হয়েছে আমাকে ওরা কিনে নিয়েছে। আমি বিক্রি হয়ে গেছি।’

তিনি আরও বলেন, ‘মনে হচ্ছিল,আমি বিক্রি হয়ে গেছি। আল মনসুর ওভারসিজ আমাকে ওদের কাছে বিক্রি করে দিয়েছে।’

বেশ কিছুদিন সৌদি আরবের দাম্মামের একটি ক্যাম্পে আটক থেকে দেশে ফেরার পর শুক্রবার (১৮ মে) দিনগত রাত পৌনে ১টায় বাংলা ট্রিবিউনকে সুমাইয়া কাজল বলেন, ‘ওরা আমাদের মানুষ মনে করে না। জানোয়ার মনে করে। সারা দিন কাজ করার পর রাতে দেয় একটা রুটি। অনুরোধ করে ভাত চাইলে কোনও কোনও দিন ভাত দেয়, আলাদা রান্না করা তরকারি দিয়ে। মাছ কাটা-বাছা না করে রান্না করা নোংরা তরকারি দিয়ে ভাত খেতে দেয়।’

সৌদি আরবের জীবন সম্পর্কে তিনি আরও বলেন, ‘সৌদি আরবের কোন এলাকায় ছিলাম তা কেউ জানায়নি। যে বাড়িতে ছিলাম সেই বাড়ির মালিকের নাম জানার কোনও সুযোগ নেই। বাড়ির ছেলে-মেয়ে সবাই খারাপ। ভাষা বুঝতাম না। ইংরেজিতে যতটা পারি কথা বলার চেষ্টা করেছি। সেটাও তারা বোঝে না। তিনতলা বাড়ির পুরো কাজ আমাকে একাই করতে হবে জেনে ভয়ে শিউরে উঠি। দুইদিন কাজ করার পর মনে হয়েছে আমাকে ওরা কিনে নিয়েছে। আমি বিক্রি হয়ে গেছি। আল মনসুর ওভারসিজ আমাকে ওদের কাছে বিক্রি করে দিয়েছে। দুইদিন পর অসুস্থ হয়ে পড়লে আমাকে চিকিৎসা না করিয়েই ক্যাম্পে নিয়ে একটি যাওয়া হয়।’

সুমাইয়া কাজল অভিযোগ করে বলেন, ‘আল মনসুর ওভারসিজ অ্যান্ড ট্রাভেলস সৌদি আরবে মানুষ পাঠায়। সেখানে ট্রাভেলস এজেন্সিগুলোর নিয়ন্ত্রণে থাকা ক্যাম্পে রাখা হয় বাংলাদেশি নারী শ্রমিকদের। তারপর আকামা কার্ড (শ্রমিক পরিচিতি কার্ড) পাওয়ার পর এক মালিকের বাসায় নিয়ে যাওয়া হয় আমাকে। সেখানে তিনতলা বাসা ধোয়া ও মোছার কাজ করতে হতো। থালাবাসন ধুয়ে পরিষ্কার করাসহ যখন যে কাজে বলেছে কোনও কথা না বলেই সঙ্গে সঙ্গে কাজ শুরু করতে হয়েছে। দুইদিন কাজ করার পর অসুস্থ হয়ে পড়লে আল খোবার এলাকার একটি ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়।’

সুমাইয়া আরও বলেন,‘আমরা কোথায় আছি জানার জন্য প্রীতি আপাকে ছবি তুলে ও ভিডিও করে পাঠাই। তার সহায়তায় আজ নিজ দেশে ফিরেছি।’

বিমানবন্দরে বোনকে নিতে আসা সুমাইয়া কাজলের ভাই মো. সজল বাংলা ট্রিবিউনকে জানান, তার বোন গত ২৩ এপ্রিল সৌদি আরবে যান। তারপর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। যখন খোঁজ পেলাম, তখন সে অসুস্থ। তাকে আসতে দেওয়া হচ্ছিল না। সাংবাদিক ও মানবাধিকারকর্মী সোনিয়া দেওয়ান প্রীতির সহযোগিতায় তার সঙ্গে যোগাযোগ হয়। তার সহযোগিতায় আজ বোনকে ফিরে পেলাম।’

ক্যাম্পেও নির্যাতন করা হয়েছে জানিয়ে সুমাইয়া বলেন,‘ক্যাম্পের ভেতরে উগান্ডার মেয়েদের পাহারায় বসিয়ে রাখতো। আমরা দেশে আসতে চাইলে মারধর করতো। লাঠি দিয়ে পিটিয়েছে অনেককে। পিংকির মাজায় লাঠি দিয়ে মেরেছে ট্রাভেল এজেন্সির দালালদের নিয়োগ দেওয়া উগান্ডার এক নারী।’

সুমাইয়াকে সৌদি আরবে পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে তার ভাই মো. সজল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বনানীর গাফফার নামের এক দালালকে ৩০ হাজার টাকা দিয়ে বোনকে সৌদি আরব পাঠাই। বাকি টাকা কাজ করে বোনের মাধ্যমে দিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে এমন পরিস্থিতি হবে তা বুঝতে পারিনি।’

এ ব্যাপারে সাংবাদিক ও মানবাধিকারকর্মী সোনিয়া দেওয়ার প্রীতি জানান, গত ২৩ এপ্রিল দালাল গাফফারের মধ্যস্থতায় আল মনসুর ওভারসিজ অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে সৌদি আরব যান সুমাই কাজল। শ্রমিকের কাজ শুরু করেই নির্যাতনের শিকার হন গৃহকর্তা ও বাড়ির লোকজনের কাছে। অসুস্থ হয়ে দাম্মামের আল খোবার এলাকার একটি ক্যাম্পে ঠাঁই হয় তার। সেখানে অসুস্থ অবস্থাতেও নির্যাতনের শিকার হতে হয় তাকে।

আরও পড়ুন:

‘নির্যাতনের শিকার’ বাংলাদেশি ৯ নারীকে সৌদি আরবে আটকে রাখার অভিযোগ

‘কোনও মেয়ে যেন সৌদি আরব না যায়’

/এএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা