X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এক বছর আগের ঘটনার জেরে খুন হলেন এটিএম বুথের নিরাপত্তাকর্মী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৮, ১৫:৩৮আপডেট : ২৩ মে ২০১৮, ১৭:৪০

আটক রাসেল শেখ তাহিদুল ইসলাস নূরনবী ও রাসেল শেখ নয়ন একই এলাকার বাসিন্দা ছিলেন। গত বছরের জুলাইয়ে বাগেরহাটে নৌকাবাইচ দেখতে যান দুজন। সেই সময় অসাবধানতায় রাসেলের সাইকেল নূরনবীর গায়ে লাগে এবং তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাসেলকে মারধর করেন নূরনবী। এক বছর আগের সেই ঘটনার জের ধরে রাসেল ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এটিএম বুথের নিরাপত্তাকর্মী নূরনবীকে খুন করেন বলে জানিয়েছে র‍্যাব।

বুধবার (২৩ মে) দুপুরে রাজধানীর কাওরানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১ কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর মনজুর মেহেদী ইসলাম।

সোমবার (২১ মে) ঢাকার সেনানিবাস এলাকায় ইবিএল’র একটি এটিএম বুথ থেকে নূরনবীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার (২২ মে) রাতে খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করে র‍্যাব-১।

মেজর মনজুর মেহেদী ইসলাম বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ২০ মে রাতে নূরনবী বুথে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। রাসেল ঢাকার বিভিন্ন এলাকায় লোক নিয়োগের পোস্টারিং করতেন। রাতে তিনি বুথে গিয়ে নূরনবীকে দেখে ক্ষিপ্ত হন। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এরপর তাদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে রাসেল ছুরি দিয়ে নূরনবীর গলায় আঘাত করে। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর এটিএম বুথের লাইট বন্ধ করে ছুরিটি ড্রেনে ফেলে দেয় এবং খুলনায় পালিয়ে যায়।

রাসেল ছুরি কোথায় পেয়েছিলেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটিএম বুথের নিরাপত্তাকর্মী যেহেতু বুথেই থাকতো, সেহেতু কাটাকাটির জন্য ছুরিটি সম্ভবত সেখানেই ছিল।’

নিহত নূরনবী ১ মে থেকে ‘গ্লোব সিকিউরিটি সার্ভিস’ নামের প্রতিষ্ঠানের অধীনে ইবিএল’র ওই বুথে নিরাপত্তাকর্মীর কাজ শুরু করেন। রাসেলও ওই প্রতিষ্ঠানে গত এপ্রিল পর্যন্ত চাকরি করেছিলেন। ৯ মে আইকন ফর সিকিউরিটি সার্ভিস নামের প্রতিষ্ঠানে রিক্রুটিং এজেন্ট হিসেবে কাজ শুরু করেন রাসেল।

/এসজেএ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র