X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মধ্যরাতেও জমজমাট ঈদের কেনাকাটা

শেখ জাহাঙ্গীর আলম ও রাফসান জানি
১৪ জুন ২০১৮, ০৩:৩৪আপডেট : ১৪ জুন ২০১৮, ০৪:০০

মধ্যরাতেও জমজমাট রাজধানীর মার্কেটগুলো

ক্রেতাদের ভিড় দেখে শপিং মল ও মার্কেটগুলোতে বোঝার উপায় নেই যে রাত ১২টা পার হয়েছে অন্তত এক ঘণ্টা আগে। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। বৃহস্পতিবার ঈদের আগে শেষ কর্মদিবস। অফিসের কাজ শেষ করেই নাড়ির টানে বাড়ির পথে রওনা দেবেন ঢাকার অধিকাংশ কর্মজীবী।

সরেজমিনে দেখা যায়, ব্যস্ততার কারণে যারা নতুন কাপড় কিনতে পারেননি বা আরও কিছু কেনাকাটা বাকি রয়েছে, তাদের ভিড়টাই বেশি শপিংমলগুলোতে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে রাজধানীর অধিকাংশ মার্কেট খোলা রয়েছে মধ্যরাতেও।

মধ্যরাতেও জমজমাট রাজধানীর মার্কেটগুলো

বুধবার মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে- ধানমন্ডি, নিউমার্কেট, পান্থপথ এলাকার মার্কেটগুলোতে রয়েছে ক্রেতাদের ভিড়। খোলা রয়েছে মার্কেটে ঈদ কেনাকাটার জন্য প্রায় সবকটি দোকান।

ধানমন্ডি এলাকায় ক্রেতাদের সংখ্যা কিছুটা কম হলেও বেশ ভিড় রয়েছে নিউমার্কেট ও বসুন্ধরা শপিংমল এলাকায়। মধ্যরাতেও পছন্দের পোশাক ও প্রসাধনী কিনতে দেখা গেছে ক্রেতাদের।

নিউমার্কেটে রয়েছে ক্রেতাদের প্রচুর ভিড়। তেমনি রয়েছে বিক্রেতাদের হাঁকডাক। মানসুরা ফ্যাসনের সেলসম্যান জানান, বিক্রি ভালো হচ্ছে। ক্রেতা অনেক। গত সপ্তাহে কেনার চেয়ে ঘুরে দেখার মানুষ বেশি ছিল। আজকে ক্রেতাদের সংখ্যাই বেশি।

মধ্যরাতেও জমজমাট রাজধানীর মার্কেটগুলো

সবচেয়ে বেশি লোকসমাগম দেখা গেছে নিউমার্কেটের ফুটপাতের দোকানগুলোতে। সেখানে ক্রেতাদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি।

মোহাম্মদপুর থেকে কেনাকাটার জন্য নিউমার্কেট এসছেন আফরোজা। মধ্যরাতে মার্কেটে আসার কারণ জানিয়ে তিনি বলেন, ‘মার্কেটে আসছি ইফতারের পর। বিভিন্ন মার্কেটে ‍ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে। বৃহস্পতিবার পরিবারের সবার সঙ্গে ঈদ করতে গ্রামে যাব। তাই যা কেনার বাকি ছিল সেগুলো কিনছি।’

মধ্যরাতেও জমজমাট রাজধানীর মার্কেটগুলো

একই চিত্র বসুন্ধরা শপিং মলে। রাত ১টার দিকেও ক্রেতারা মার্কেটে প্রবেশ করছেন। তবে কেনাকাটা শেষ করে বেরিয়ে যাচ্ছেন এমন মানুষের সংখ্যাই বেশি।

কল্যানপুরের বাসিন্দা নাফিস আহমেদ। পেশায় ব্যাংক কর্মকর্তা। বৃহস্পতিবার অফিস শেষ করে গ্রামের বাড়ি বরিশালের পটুয়াখালির পথে রওনা হবেন। তিনি বলেন, ‘আজকে নতুন তেমন কিছু কেনা হয়নি। পাঞ্জাবিটা পরিবর্তন করতে এসেছিলাম। ভেবেছিলাম ঈদের পর চেঞ্জ করব। পরে শুনলাম রাতেও মার্কেট খোলা থাকবে। তাই আজকেই চেঞ্জ করতে এসেছি।’

৩মধ্যরাতেও জমজমাট রাজধানীর মার্কেটগুলো

ঈদ বাজারে অন্য যেকোনও দিনের তুলনায় আজকের বিক্রি ভালো বলে জানিয়েছেন বসুন্ধরা শপিং মলের ‘এসটাসি’র সেলসম্যান রাব্বি। তিনি বলেন, ‘আজকের ক্রেতার সংখ্যা ভালো। বিক্রিও ভালো হচ্ছে। গত কয়েকদিন ধরে ১টা পর্যন্ত মার্কেট খোলা ছিল। আজকে যেহেতু ক্রেতারা এখনও আসছে তাই আরও রাত পর্যন্ত খোলা থাকবে।’

নিউমার্কেট বা বসুন্ধরা শপিংমলেও মতো অনেক ক্রেতা না থাকলেও ধানমন্ডি ২৭ এর ‘রাপা প্লাজা’য় মোটামোটি ক্রেতা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জামাকাপড় কেনার পাশাপাশি প্রসাধনী সামগ্রী ভালো বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন একাধিক বিক্রেতা। জুতার দোকানেও রয়েছে ক্রেতাদের আনাগোনা।

মধ্যরাতেও জমজমাট রাজধানীর মার্কেটগুলো

প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠান ‘আলমাস’ এর বিক্রেতা জসিমুল হক জুবায়ের জানান, রাত দেড়টা বাজে। এখনও ক্রেতারা আসছেন। অন্যদিন সাড়ে ১২টার মধ্যে দোকান বন্ধ করে ফেলি। আজকের আরও কিছুটা সময় খোলা থাকবে।

একই মার্কেটে রয়েছে জুতা বিক্রির প্রতিষ্ঠান ‘বাটা’। সেখানেও ক্রেতাদের ভিড় দেখা গেছে। প্রতিষ্ঠানটি বিক্রেতা সুমন বলেন, ‘বিক্রি মাশাল্লাহ ভালো। ঈদ মার্কেট ছাড়া ৯টার মধ্যে দোকান ক্লোজ করা হয়। আজকে অলরেডি ১২টা বাজে। যতক্ষণ ক্রেতা আছে দোকান খোলা থাকবে।’

মধ্যরাতেও জমজমাট রাজধানীর মার্কেটগুলো

তবে খুব একটা ক্রেতা দেখা যায়নি ধানমন্ডির মেট্রো শপিং মল, অ্যামপাইয়ার প্লাজা, আনাম র‌্যাংস প্লাজা ও সীমান্ত স্কয়ারে।

প্রতিটি শপিং মল, মার্কেটে রয়েছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। রয়েছে পুলিশের অবস্থান। এছাড়াও রয়েছে মার্কেটগুলোর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা।

এছাড়াও কেনাকাটা শেষে ঘরফেরত মানুষের জন্যও রাস্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকতে দেখা গেছে নগরীর বিভিন্ন পয়েন্টে।

মধ্যরাতেও জমজমাট রাজধানীর মার্কেটগুলো

নিরাপত্তার প্রসঙ্গে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল লতিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে মানুষের নিরাপত্তার জন্য চেকপোস্ট রয়েছে। আছে ফুট পেট্রল। একই সঙ্গে টহল গাড়ি রয়েছে রাস্তাতে।’

যমুনা ফিউচার পার্কেও রয়েছে ক্রেতাদের ভিড়। রাত সাড়ে ১২টার সময় কেনাকাটা করতে দেখা গেছে ক্রেতাদের। পরিবারের সদস্যদের নিয়েও মধ্যরাতে শপিংমলে আসতে দেখা গেছে অনেককে। ‘নবরুপা’ আউটলেটের ইনচার্জ সাদ্দাম হোসেন বলেন, ‘ আজ (বুধবার) সরকারি ছুটির দিন, তাই লোকজন বেশি। গতকাল লোকজন কম ছিল। নিয়মমতো ১২টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলে ক্রেতা থাকায় মার্কেট খোলা রয়েছে।’

মধ্যরাতেও জমজমাট রাজধানীর মার্কেটগুলো

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাশেদ জানান, দিনে চাপের কারণে আসতে পারিনি। এজন্য রাতে আসছি।

এদিকে উত্তরা এলাকায় বড় বড় শপিং মলগুলো রাত ১২টার মধ্যে বন্ধ হয়ে গেলেও ফুটপাতে রয়েছে ক্রেতাদের সমাগম। এছাড়া ক্রেতাদের ভিড় রয়েছে উত্তরার আজমপুর বঙ্গবাজারে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ