X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বেসরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ থেকে জাতীয়করণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৮, ১২:১২আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১২:২০

সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের মানববন্ধন সরকারি কলেজে নিয়োজিত বেসরকারি কর্মচারীদেরকে নিয়োগের তারিখ হতে জাতীয়করণের দাবি জানিয়েছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন। শুক্রবার (১৩ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান ইউনিয়নের নেতারা। এছাড়াও এসময় জাতীয়করণের আগ পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়া  এবং প্রতিটি কলেজের অধ্যক্ষকে বেসরকারি কর্মচারীদের জাতীয়করণের ক্ষমতা দেওয়ার দাবিও জানানো হয়।

মানববন্ধনে ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন,‘আমরা বিভিন্ন সরকারি কলেজে বিগত ১৫-২০ বছর ধরে নিয়োজিত বেসরকারি কর্মচারী হিসেবে সেবা দিয়ে যাচ্ছি। আমরা পরিবার নিয়ে খুবই মানবেতর জীবন যাপন করছি। বর্তমান বাজারের ঊর্ধ্বগতির কারণে আমাদের সন্তানদের লেখাপড়া প্রায় বন্ধ। বর্তমানে একজন গার্মেন্টস শ্রমিকের নুন্যতম মজুরি ৮ হাজার ৫০০ টাকা এবং ওভারটাইম নিয়ে সর্বোচ্চ ২০ হাজার টাকা। সেখানে মাসিক বেতন হিসেবে আমরা পাই ৫ হাজার থেকে ৮ হাজার টাকা এবং কোন ওভারটাইম নেই। এই টাকা দিয়ে বর্তমান বাজারের সঙ্গে সঙ্গতি রেখে জীবন যাপন করা যাচ্ছে না।’

তিনি আরও বলেন,’আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরেও কোনও প্রকার সুযোগ সুবিধা পাইনি। প্রতিটি সরকারি কলেজে ৭০-৮০ শতাংশ সরকারি কর্মচারী থাকার কথা থাকলেও সেখানে আছে মাত্র ৫-১০ শতাংশ। গত ১৫-২০ বছর ধরে চাকরিতে আমরা কোনও সুযোগ সুবিধা পাইনি। কোনও উপায় না পেয়ে বেঁচে থাকা এবং দাবি আদায়ের জন্য আমরা আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ৩ দফা দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ করছি।’

মানববন্ধনে ইউনিয়নের সভাপতি দুলাল সরদার ছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

/এসও/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস