X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

অভিযোগপত্র দাখিলের আগে আদালতে আসামির হাজিরার বিধান বন্ধের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৮, ১৯:২৮আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৯:৩৫



 ফৌজদারি মামলায় অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত আসামিদের আদালতে হাজিরা দেওয়ার বিধান তুলে দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এক্ষেত্রে কমিটি নতুন আইন প্রণয়নেরও সুপারিশ করেছে। রবিবার (১২ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি বৈঠকে এই সুপাশি করা হয়। এ বিষয়ে কমিটির যুক্তি, আসামিদের হাজিরার নামে হয়রানির শিকার হতে হয়, যা ন্যায়বিচারের পরিপন্থী। অবশ্য কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার বিষয়টি নিয়ে তারা পরীক্ষা-নিরীক্ষা করবে বলে বৈঠককে জানিয়েছে।
আবদুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, মো. শামসুল হক টুকু, জিয়াউল হক মৃধা, সফুরা বেগম ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুল মতিন খসরু বলেন, ‘‘আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) দেওয়ার অনেক পরে অভিযোগপত্র দেওয়া হয়। এই সময়টায় যাদের আসামি করা হয়, তাদের কোর্টে নির্দিষ্ট সময় পর পর আদালতে হাজিরা দিতে হয়। আমরাও মনে করি, এটা মানবাধিকারের লঙ্ঘন। এমন হওয়া উচিত, একবার সারেন্ডার করে জামিনে যাবে, অভিযোগপত্র দেওয়ার আগ পর্যন্ত ‘অন কল’থাকবে। তাদের মাসে মাসে হাজিরা দেওয়ার দরকার পড়বে না। এই লক্ষ্যে সুপ্রিম কোর্টের সঙ্গে কথা বলে মন্ত্রণালয়কে একটা আইন করার জন্য বলা হয়েছে। অভিযোগপত্র দাখিলের আগে লিগ্যাল প্রসিডিং শুরু হয় না। এর আগে আসামির কোর্টে যাওয়া না যাওয়ায় কিছু যায়-আসে না।’’
আসামিদের হাজিরা দেওয়ার নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে আবদুল মতিন খসরু আরও বলেন, ‘আসামিদের মাস অন্তর কোর্টে যেতে উকিল-পেশকার থেকে শুরু করে আঠারো ঘাটে টাকা দিতে হয়। একটা পরিবার এমনিতেই ধ্বংস হয়ে যায়। ন্যায়বিচার পেতে এসে মানুষ হয়রানির শিকার হয়। বিচারের নামে বিচারপ্রার্থীরা অবিচারের শিকার হয়। এটা বন্ধ করার জন্য সুপারিশ করেছি।’
বিষয়টি পরীক্ষা করে দেখার কথা বলে বাংলা ট্রিবিউনকে দেওয়া প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘হাজিরা দেওয়ার ব্যাপারে ফৌজদারি কার্যবিধিতে বলা আছে। তদন্তের সুবিধার্থে হাজিরা দেওয়ার ব্যাপারটি আছে। সংসদীয় কমিটি যে সুপারিশ করেছে, ওই জায়গাটা পরীক্ষা করে দেখতে হবে।’
এদিকে, বৈঠকে পিপি ও এপিপিদের বেতন-ভাতা সম্মানজনকভাবে বাড়ানোর সুপারিশ করা হয়। সংসদীয় কমিটির বৈঠক সম্পর্কিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে কমিটি আদালতে ন্যায়বিচার প্রার্থীদের বিভিন্ন প্রকার অবিচার, হয়রানি ও অপমানিত হওয়ার কারণগুলো নির্ণয় করে সমাধান করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।
এছাড়া বৈঠকে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য অবিলম্বে বিচার প্রক্রিয়া ঢেলে সাজানোর সুপারিশ করা হয়।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক জানালো সংসদ
এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক জানালো সংসদ
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে