X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ঢামেক সম্প্রসারণ হলে একসঙ্গে ৫ হাজার রোগী সেবা নিতে পারবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ১৬:৩০আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৭:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি-ফোকাস বাংলা) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে আর‌ও সম্প্রসারণে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘নতুন ডিজাইন অনুযায়ী সম্প্রসারণ সম্পন্ন হলে চার থেকে পাঁচ হাজার রোগী একসঙ্গে চিকিৎসা নিতে পারবে।’
সোমবার (২২ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারি অ্যাম্বুলেন্স, নৌ-অ্যাম্বুলেন্স, জিপ গাড়ি এবং মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজের জন্য আমি একটা নতুন প্ল্যান করে ফেলেছি। উন্নতমানের করে আমরা ঢাকা মেডিক্যাল কলেজটাকে করবো। যদি আমরা আগামীতে ক্ষমতায় আসি তবে আমরা এটা করবো।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা প্রথমবার যখন আসি, তখন ঢাকা মেডিক্যাল কলেজের দ্বিতীয় ইউনিট আমরা চালু করি। ঢাকা মেডিক্যাল কলেজ ১০০০ বেডের ছিল, আমরা নতুন আরেকটা ইউনিট করে দেই ৫০০ বেডের। এবারে যেটা ডিজাইন করেছি, অন্তত চার থেকে পাঁচ হাজার রোগী যাতে সেবা পায়, সেটা মাথায় রেখে আমরা নতুনভাবে পরিকল্পনা এবং ডিজাইনও আমরা করে ফেলেছি।’
মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০১৭-১৮ অর্থবছরে রাজস্ব অর্থায়নে ৪৮টি এবং উন্নয়ন খাতের অর্থায়নে ৪০টিসহ মোট ৮৮টি অ্যাম্বুলেন্স এবং ৯৮টি জিপ গাড়ি প্রদানের সিদ্ধান্ত নেয় সরকার।
এরই পরিপ্রেক্ষিতে সোমবার ‍(২২ অক্টোবর) প্রধানমন্ত্রী কার্যালয়ের এ অনুষ্ঠান থেকে প্রথম পর্যায়ে ৩৩টি অ্যাম্বুলেন্স, ১০টি নৌ- অ্যাম্বুলেন্স, ১০টি জিপ গাড়ি এবং ২০০টি মোটরসাইকেল বিতরণ করেন প্রধানমন্ত্রী। সংশিষ্টদের হাতে গাড়ির চাবি তুলে দেন তিনি।
সরকারি সম্পত্তিগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের নির্দেশ দেন তিনি।
স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের কার্যক্রম ও সফলতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘তার সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে।’
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিব সিরাজুল হক খান।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা