X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘স্বেচ্ছায় ফেরত যেতে চাইলে প্রত্যাবাসন হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ১১:০৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১১:০৫





সাংবাদিকদের ব্রিফ করেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার আবুল কালাম শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মো. আবুল কালাম বলেছেন, রোহিঙ্গারা স্বেচ্ছায় ফেরত যেতে চাইলে তাদের মিয়ানমারে পাঠানো হবে।’ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে কক্সবাজারে সাংবাদিকদের একথা বলেন তিনি।
কতজন রোহিঙ্গা স্বেচ্ছায় মিয়ানমারে ফেরত যেতে চায় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই ঠিক বলা যাচ্ছে না কতজন ফেরত যাবে। আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছি। সেখানে তাদের সঙ্গে কথা হবে। কোনও রোহিঙ্গা আগ্রহী হলে তাদের আজ (বৃহস্পতিবার) দুপুর ২টায় ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারে পাঠানো হবে।’
এদিকে, বিভিন্ন সূত্র জানিয়েছে, প্রত্যাবাসনে রোহিঙ্গাদের অনীহার ফলে গোটা প্রক্রিয়া কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা আজকে প্রত্যাবাসনের জন্য সম্পূর্ণ তৈরি। রোহিঙ্গারা যেতে চাইলে আমরা তাদের পাঠবো।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর গত মঙ্গলবার ও বুধবার (১৩ ও ১৪ নভেম্বর) ৫০টি রোহিঙ্গা পরিবারের সঙ্গে কথা বলেছে। ফেরত যাওয়ার ক্ষেত্রে তাদের নেতিবাচক মোনোভাবের কারণে গোটা প্রক্রিয়াটিই অনিশ্চয়তার মুখে পড়েছে।
গত ৩০ অক্টোবর মিয়ানমারে ফেরত যাওয়ার ব্যাপারে মনোভাব জানতে ৪৮৫টি রোহিঙ্গা পরিবারের ২ হাজার ২৬০ জনের একটি তালিকা জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনএচসিআর-কে দেওয়া হয়। এর দুসপ্তাহ পর গত মঙ্গলবার তাদের সাক্ষাৎকার নেওয়া শুরু করে সংস্থাটি। আজও ইউএনএইচসিআর কয়েকটি পরিবারের সাক্ষাৎকার গ্রহণ করে তাদের মতামত জানতে চাইবে। ইতোমধ্যে ইউএনএইচসিআর রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়া বিষয়ে একটি চিঠি আবুল কালামকে দিয়েছে, যা ঢাকায় পাঠানো হয়েছে।

/এসএসজেড/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস