X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সেনা কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আচরণবিধি লঙ্ঘন নয়: ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৮, ১৪:৫০আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৮:৩২

একাদশ জাতীয় সংসদ নির্বাচন গণভবনে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে আচরণবিধি লঙ্ঘন হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। তবে বঙ্গভবন বা গণভবনে নির্বাচনি প্রচারণা চালালে অবশ্যই আচরণবিধি লঙ্ঘন হবে এবং সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

প্রসঙ্গত, ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সামরিক অফিসারদের নিয়ে বৈঠক করেছন। বিএনপি এটাকে নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন বলে অভিযোগ করছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘উনারা আসছেন, দেখা করছেন, সমর্থন জানিয়েছেন। নেতৃত্বের প্রতি সমর্থন দিয়েছেন। এখানে আমি ব্যক্তিগতভাবে যতটুকু আচরণবিধিমালা বুঝি, আমার কাছে মনে হচ্ছে না যে, এটা কোনোভাবে আচরণবিধি লঙ্ঘন হতে পারে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘বঙ্গভবন বা গণভবনে নির্বাচনি প্রচারণা চালালে অবশ্যই আচরণবিধি লঙ্ঘন হবে। আমরা তখন ব্যবস্থা নেবো।’

তফসিল ঘোষণার পর এ ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ‘উনি তো (প্রধানমন্ত্রী) সরকারে আছেন। সংবিধান অনুযায়ী উনি লাভজনক পদে অধিষ্ঠিত হলেও অধিষ্ঠিত নয় বলে ওই ধারার জন্য প্রযোজ্য হবে। এখন ওনার বাসভবন ছেড়ে তো উনি যেতে পারবেন না। এখন উনি এটা কোথায় করবেন বলেন তো। কারও সঙ্গে যদি দেখা করতে চান, তাহলে কোথায় দেখাটা করবেন?

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আপনারা আমাকে বলেন, এখানে যদি কেউ আসে, এসে যদি আমাকে বলেন, আপনি যে কাজ করছেন তা ভালো করছেন। ভবিষ্যতে যেন এটা অব্যাহত থাকে। এটা আমাকে এক ধরনের মানসিক সমর্থন জোগানো। বাংলাদেশের নাগরিক হিসেবে এটাকে আচরণবিধির কোনও ধারা লঙ্ঘন বলে কি আপনারা মনে করছেন? যদি মনে করেন, তাহলে কোন ধারাটা লঙ্ঘন বলেন।’

/ইএইচএস/এএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল