X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফেব্রুয়ারিতে হাসিনা-ম্যার্কেল বৈঠকের সম্ভাবনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৯, ২৩:৩০আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২৩:৩০





শেখ হাসিনা ও অ্যাঙ্গেলা ম্যার্কেল (ছবি: রয়টার্স) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি বাস্তবায়িত হলে এই মেয়াদে শেখ হাসিনার এটাই হবে প্রথম বিদেশ সফর।
আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। এই সফরকে এখন দ্বিপক্ষীয় সফরের মর্যাদা দিতে আলোচনা করছে দুই পক্ষ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘২০১৭ সালে প্রধানমন্ত্রী ওই কনফারেন্সে যোগ দিয়েছিলেন এবং সবকিছু ঠিক থাকলে এবারও তিনি যাবেন।’
এখন পর্যন্ত ২৫ জনের বেশি রাষ্ট্র ও সরকার প্রধান এই কনফারেন্সে যোগ দেবেন বলে সম্মতি দিয়েছেন। এছাড়া প্রায় ৭০টি দেশের পররাষ্ট্র বা প্রতিরক্ষামন্ত্রীরা এই কনফারেন্সে অংশগ্রহণ করবেন।
ওই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে এবং এটি একটি ভালো সুযোগ এক জায়গায় বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করার।’
তিনি বলেন, ‘২০১৭ সালে শেখ হাসিনা এবং অ্যাঙ্গেলা ম্যার্কেলের মধ্যে অত্যন্ত ভালো বৈঠক হয়েছিল এবং আমরা এ বছর তার পুনরাবৃত্তি আশা করি।’
আরেকজন কর্মকর্তা বলেন, ‘এই কনফারেন্সে রোহিঙ্গা বিষয়টি বিভিন্ন নেতাদের সামনে ভালোভাবে তুলে ধরার একটি ভালো সুযোগ বাংলাদেশের জন্য।’
তিনি বলেন, ‘জার্মানি সবসময়ে আমাদের রোহিঙ্গা ইস্যুতে সমর্থন দিয়েছে এবং আমরা এ বিষয়টি অন্য নেতাদের সঙ্গেও আলোচনা করবো।’
আরব আমিরাত আইডেক্স ২০১৯
ফেব্রুয়ারির ১৭ থেকে ১৯ তারিখ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রতিরক্ষা কনফারেন্স অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার জন্য দুই দেশ আলোচনা করছে।
একজন কর্মকর্তা বলেন, ‘এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে এবং আমরা এই সফরে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য আলোচনা করছি।’
আরব আমিরাত সফরে শ্রম বাজার এবং অর্থনৈতিক বিনিয়োগ প্রাধান্য পাবে বলে তিনি জানান।
সৌদি আরবের উদাহারণ টেনে তিনি বলেন, ‘আমরা একই ধরনের অর্থনৈতিক সম্পর্ক আরব আমিরাতের সঙ্গে গড়ে তুলতে চাই।’

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনমনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই