X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

লঘুচাপের প্রভাবে ভোরে রাজধানীতে হঠাৎ বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:০৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১২


শিলাবৃষ্টি (ছবি বাধন অধিকারি)
পশ্চিমা লঘুচাপের প্রভাবে রবিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। ভোর ছয়টা থেকেই আকাশ ভারী মেঘে ঢেকে যায়। এরপর সাড়ে সাতটার দিকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি আর বিদ্যুৎ চমকানোতে কেঁপে ওঠে ঢাকার আকাশ।

প্রথম দফায় মুষলধারে প্রায় ২০ মিনিটের মতো বৃষ্টি হয়। পরে থেমে গিয়ে আবারও বৃষ্টি বাড়তে থাকে। এসময় বৃষ্টির সঙ্গে শিলও ঝরে।   

এদিকে হঠাৎ বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়ে সকালে স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরা। বৃষ্টির কারণে যানবাহন কমে যাওয়ায় অনেকেই নির্ধারিত সময়ে স্কুলে যেতে পারেননি। একই কারণে অফিস যাওয়া সাধারণ মানুষও পড়েন ভোগান্তিতে।

শীতের শেষে বসন্তের শুরুতেই কেন এই ঝড়ো বৃষ্টি জানতে চাইলে আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হয়েছে। এই লঘুচাপের ফলে মাঝে মাঝেই এমন হঠাৎ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ আয়েশা খাতুন বলেন, ‘ঢাকায় সকাল থেকে ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুপুরের পর আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকলেও কাল সকালেও বজ্রসহ বৃষ্টি হতে পারে।’

সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ছিল। এসময় এধরনের বৃষ্টি স্বাভাবিক। সারাদেশে বিভিন্নস্থানে ২,৩ মিলিমিটার বৃষ্টি হলেও ঢাকায় এর পরিমাণ সবচেয়ে বেশি।’



আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

/এসএনএস/ইউআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
সিলেটে বজ্রাঘাতে একজনের মৃত্যু
সিলেটে বজ্রাঘাতে একজনের মৃত্যু
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?