X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন পক্ষপাতদুষ্ট: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ মার্চ ২০১৯, ১০:০৪আপডেট : ২০ মার্চ ২০১৯, ১০:২০

হাছান মাহমুদ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে মানবাধিকার চর্চার বিষয়ে সম্প্রতি  মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার প্রতিবেদন সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ঢাকায় সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রতিবেদনটি বাংলাদেশের কতিপয় সংস্থা যেমন অধিকার ও টিআইবি থেকে নেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। তাই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশের মানবাধিকার বিষয়ে প্রতিবেদনটি একপেশে বলে মনে করছি।’
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কতিপয় মিডিয়া ও এনজিও থেকে প্রাপ্ত তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করেছে। এই প্রতিবেদন তাদের নিজস্ব কোনও অনুসন্ধানের ওপর ভিত্তি করে লেখা হয়নি। প্রতিবেদনের পর্যবেক্ষণগুলো যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য বাংলাদেশের জন্য নয়, তাই এটাকে বাংলাদেশ প্রত্যাখ্যান করছে।

তিনি বলেন, বিগত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ছিল অত্যন্ত উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ। আওয়ামী লীগ বিপুলভাবে বিজয় লাভ করে।
আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন পূর্ববর্তী জরিপে বাংলাদেশ আওয়ামী লীগে ৫৭-৬৩ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা উল্লেখ ছিল এবং প্রকৃতপক্ষে ৫৮ শতাংশ ভোট পায়।

তিনি বলেন, ‘বিএনপি বুঝতে পেরেছিল যে জনগণের কোনও সমর্থন তাদের সঙ্গে নেই। তাই তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে।’
ড. হাছান বলেন, ‘যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ও প্রাদেশিক কারাগারে প্রায় ২৩ লাখ মানুষ বন্দি রয়েছে। অনেক নাগরিক পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এসব নিয়ে বিশ্বে যুক্তরাষ্ট্রের সমালোচনা হয়ে থাকে।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র হলো বাংলাদেশের একটি বড় উন্নয়ন সহযোগী দেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এ রিপোর্ট কোনও প্রভাব ফেলবে না। আমি মনে করি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো। বাংলাদেশ দেশে ও বিদেশে বাক স্বাধীনতায় বিশ্বাস করে থাকে। যে কেউ প্রতিবেদন লেখতে পারেন। তবে তা হতে হবে বস্তুনিষ্ঠ। খবর বাসস।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র