X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মেননের গাড়িতে বাসের ধাক্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৯, ১৬:৫৭আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৭:১১

রাশেদ খান মেনন (ফাইল ছবি)

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ব্যক্তিগত গাড়িতে ধাক্কা দিয়েছে বলাকা পরিবহনের একটি বাস। শুক্রবার (২২ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ বক্সের পাশে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি তল্লাশি করে কোনও কাগজপত্র না পাওয়ায় চালক ও তার সহযোগীকে থানায় দিয়েছে ট্রাফিক পুলিশ। 

রাশেদ খান মেনন নিজে এই ঘটনা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি বাস আমার গাড়িকে ধাক্কা দিয়েছে। এজন্য আমি থানায় সাধারণ ডায়েরি করছি।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পরে পুলিশ যখন ওই বাস চালককে আটক করে, তখন তার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র ও ফিটনেস সার্টিফিকেট কিছুই ছিল না।’

এ ব্যাপারে বনানী ধানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, এই ঘটনায় অভিযুক্ত বাসটি (ঢাকা মেট্রো-ব ১১-৯৬৮৪) জব্দসহ চালক আমানুল্লাহ (৩৮) ও তার সহযোগী দুলাল মিয়া (৫০)-কে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রাশেদ খান মেননের গাড়ি চালক সুজন মিয়া বনানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এই ঘটনার প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার (এসি) মো. আশরাফউল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, সকাল সোয়া ৭টার দিকে বিমানবন্দরে যাচ্ছিলেন সাবেক মন্ত্রী মেনন। এসময় মহাখালী ক্রসিং পার হওয়ার পর একটি বলাকা বাস তার গাড়িতে ধাক্কা দেয়। এরপর তার বডিগার্ড নেমে ওই বাসটিকে আটক করে। পরে আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির কাগজপত্র তল্লাশি করে। তবে কোনও কাগজপত্র না পেয়ে বাসের চালক ও তার সহযোগীকে আটকের পর বনানী থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

 

এএইচআর/এসজেএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র