X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির কাজ চলছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৯, ১৬:০২আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৬:০২

 প্রেসক্লাবে আলোচনা সভায় আ ক ম মোজাম্মেল হক ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী বর্বরোচিত গণহত্যা চালিয়েছিল। দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রবিবার (২৪ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত ‘একাত্তরের ২৫ মার্চের গণহত্যা ও আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘এ দেশের যারা স্বাধীনতা প্রিয় এবং স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, তাদের দীর্ঘদিনের দাবি ছিল- ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানিরা যে পৈচাশিক, আমানবিক হত্যাকাণ্ড চালিয়েছিল, সেই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে গণহত্যার স্বীকৃতি দেওয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজটি করেছেন। শুধু তাই নয়, দিবসটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে কীভাবে স্বীকৃতি পাওয়ানো যায়, সে বিষয়ে আন্তর্জাতিক মহলে কথা বলার ব্যাপারে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা ইতোমধ্যে এ ব্যাপারে তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। আশা করি, অতিদ্রুত এটি বাস্তবায়ন করা হবে।’

যারা মুক্তিযুদ্ধ করেননি কিন্তু গণহত্যার শিকার হয়েছেন তাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ভাবনা কী, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যারা গণহত্যার শিকার হয়েছেন, তাদের জন্য প্রধানমন্ত্রী বিশেষ তহবিল গঠন করেছেন এবং সাহায্য সহযোগিতা করছেন।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— সম্প্রীতি বাংলাদেশ এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী সিকদার, জগন্নাথ হলের অধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, জাতীয় মুক্তি কাউন্সিলের সদস্য মেজর ওয়াকার হাসান (বীরপ্রতীক) প্রমুখ।

 

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
উপজেলা পরিষদ নির্বাচন১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড