X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

হয়রানিমুক্ত পরিচয়পত্র সেবা দিতে ইসির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৯, ১৭:৩৪আপডেট : ২৭ মে ২০১৯, ১৮:২০





 নাগরিকদের হয়রানিমুক্ত সেবা দিতে মাঠ প্রশাসনে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের বিভিন্ন স্থানে পরিচয়পত্র বিষয়ে সেবা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন হয়রানির অভিযোগ পাওয়ার পর ইসি থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (২৭ মে) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (গবেষণা ও উন্নয়ন) আরাফাত আরা স্বাক্ষরিত এই নির্দেশনা জেলা, উপজেলা ও আঞ্চলিক কর্মকর্তাদের দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ইদানীং কিছু কিছু ক্ষেত্রে মাঠপর্যায়ে জাতীয় পরিচয়পত্র সেবা-সংক্রান্ত বিষয়ে সেবাপ্রার্থীকে যথাযথ সেবা না দেওয়া, তাদের হয়রানি করা বা অহেতুক গড়িমসির আশ্রয় নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। সেবাপ্রার্থী যেন কোনও ধরনের হয়রানির শিকার না হন, বিষয়টি নিশ্চিত করতে হবে। সেবার জন্য এলে তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন করা হলে প্রয়োজনীয় ডকুমেন্টসহ তিন দিনের মধ্যে তা আপলোড করে ‘চেকবাই উপজেলা’ (সংশ্লিষ্ট উপজেলা যাচাই করে পাঠানো) দিতে হবে। কোনও ডকুমেন্ট বারবার চাওয়া যাবে না। কোনও ডকুমেন্ট দরকার হলে সুস্পষ্ট করে স্লিপের মাধ্যমে চাইতে হবে। তদন্তে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে। নতুন অন্তর্ভুক্তির ক্ষেত্রে উপজেলা থেকে দ্রুত যাচাই-বাছাই করে জেলায় পাঠাতে হবে। জেলা থেকে প্রিন্ট করে ৭ দিনের মধ্যে ভোটারের কাছে পৌঁছে দিতে হবে।

ইসি থেকে পাঠানো চিঠিতে উপজেলা নির্বাচন অফিসারকে তার আওতাধীন কর্মচারীদের কার্যক্রম, জেলা অফিসারকে তার আওতাধীন উপজেলাগুলোর কার্যক্রম ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে তার আওতাভুক্ত জেলাগুলোর কার্যক্রম মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

/ইএইচএস/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র