X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

দুই মাসে লক্ষ্যমাত্রার ১২ শতাংশ ধান সংগ্রহ হয়েছে: সংসদে খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৯, ১৭:০৮আপডেট : ২০ জুন ২০১৯, ১৭:৩২

সংসদ বোরো মৌসুমের গত দুই মাসে লক্ষ্যমাত্রার মাত্র ১২ শতাংশ ধান সংগ্রহ করেছে সরকার। একই সময়ে সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার ৪২ শতাংশ। বৃহস্পতিবার (২০ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব তথ্য জানান।

প্রশ্নোত্তরে মন্ত্রী জানান, বোরো মৌসুমে সরকার প্রথমে দেড় লাখ মেট্রিক টন ও পরে আরও আড়াই লাখ মেট্রিক টন ধান সংগ্রহ এবং ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।

গত ২৫ এপ্রিল শুরু হয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত বোরো মৌসুমে এ সংগ্রহ চলবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

রংপুর-২ আসনের আবুল কালাম মো. আহসানুল হকের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘চলতি বোরো মৌসুমে প্রাথমিকভাবে এক লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, এক লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল এবং ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের সিদ্ধান্ত হয়। গত ২৫ এপ্রিল থেকে এ সংগ্রহ অভিযান শুরু হয়।’

গত ১৬ জুন পর্যন্ত ৪৬ হাজার ২৬৩ মেট্রিক টন ধান (দুই দফায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী লক্ষ্যমাত্রার ১১.৫৭%), চার লাখ ২৩ হাজার ৫৩২ মেট্রিক টন সিদ্ধ চাল (লক্ষ্যমাত্রার ৪২.৩৬%), ৩৬ হাজার ৩০৬ মেট্রিক টন আতপ চাল ও ২৩ হাজার ৬১২ মেট্রিক টন গম সংগ্রহ করা হয়েছে। বাম্পার ফলনের কথা চিন্তা করে পরে সরাসরি কৃষকের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে, কৃষকদের থেকে সরাসরি চাল সংগ্রহের কোনও পরিকল্পনা নেই।’

সংরক্ষিত আসনের আরমা দত্তের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, মধ্যস্বত্বভোগী ও ফড়িয়ারা যাতে কৃষকদের ধানের ন্যায্যমূল্য বঞ্চিত করতে না পারে সেজন্য খাদ্যশস্য নীতিমালা ২০১৭-এর আলোকে কৃষি সম্প্রসারণ বিভাগের প্রণীত ও উপজেলা সংগ্রহ এবং মনিটরিং কমিটি অনুমোদিত তালিকা অনুযায়ী কৃষকদের থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। ১০ টাকা দিয়ে খোলা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ধানের মূল্য পরিশোধ করা হচ্ছে।

/ইএইচএস/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প