X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর খুনিদের বিচার হলে আরেকটি খুনিচক্র জিয়াকে হত্যার দুঃসাহস পেতো না: ওবায়দুল কাদের

ঢাবি প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৯, ০২:৫২আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ০২:৫৫

টিএসসির সভায় ওবায়দুল কাদের

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের যদি বিচার হতো, তাহলে আরেকটা খুনিচক্র জিয়াউর রহমানকে হত্যার দুঃসাহস পেতো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-এর প্রধান মিলনায়তনে ২১ আগস্টের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সভাটির আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। 

এসময় বিএনপির নেতাদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের যদি বিচার হতো, তাহলে আরেকটা খুনিচক্র ১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যা করার দুঃসাহস পেতো বলে আমার বিশ্বাস হয় না। মনে রাখবেন, খুন খুনকে ডেকে আনছে, হত্যা হত্যাকে ডেকে আনছে। এর পরিণতি কী হয়েছে? বঙ্গবন্ধুকে যেভাবে বিশ্বাস ঘাতকতা করে বিদায় দেওয়া হয়েছিল, সেইভাবে জিয়াউর রহমানকেও বিদায় নিতে হয়েছে।’  

২১ আগস্টের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি শুধু বলতে চাই, বিএনপি যদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থাকে, তাহলে হত্যার আলামত কেন নষ্ট করা হলো? যদি তারা হত্যার সঙ্গে জড়িত না থাকে, তাহলে এফবিআইকে তদন্ত করতে দিলেন না কেন? যদি হত্যাকাণ্ডের  সঙ্গে জড়িত না থাকেন, তাহলে নোয়াখালী থেকে একটি ছেলেকে এনে (জজ মিয়া) নাটক সাজিয়েছিলেন কেন? আপনারা সত্যকে এড়াতে পারবেন না।’  

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় এবং সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম।

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে