X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্র্যাকের ‘প্রতিবন্ধীবান্ধব’ ওয়েবসাইট চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৮

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটের ‘প্রতিবন্ধীবান্ধব’ সংস্করণ চালু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে এই ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম।

অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, বেশিরভাগ প্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধীরা প্রচলিত প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটের বিভিন্ন সেবা পান না। প্রতিবন্ধীরা যেন ওয়েবসাইট বুঝতে, পরিচালনা করতে এবং যোগসূত্র স্থাপন করতে পারেন, সেই লক্ষ্যকে সামনে রেখে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটটিকে ‘প্রতিবন্ধীবান্ধব’ করেছে ব্র্যাক। ব্র্যাক আরও জানায়, প্রায় তিন মাস ধরে তাদের কর্মীরা এই ওয়েবসাইট ‘প্রতিবন্ধীবান্ধব’ করার কাজ করেছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) বিভাগ এই কাজ নিরীক্ষণ করেছে। ব্র্যাকের ওয়েবসাইটের প্রতিবন্ধীবান্ধব নতুন ফিচারগুলোর সাহায্যে প্রতিবন্ধী ব্যক্তিরা কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব ও ফোন থেকে ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন। কণ্ঠস্বরের মাধ্যমে ওয়েবসাইটটি পরিচালনায় সহায়তা পাওয়া যাবে। শুধু কি-বোর্ডের মাধ্যমেও এটা চালানো সম্ভব। এতে প্রয়োজনমতো অক্ষর ছোট-বড় করার সুবিধা আছে। চোখের ওপর চাপ কমাতে ছবি সাদা-কালো বা অন্য রঙে পরিবর্তন করা যাবে। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা ওয়েবসাইটের বিভিন্ন তথ্য কণ্ঠস্বরের মাধ্যমে শুনতে পারবেন। একইভাবে ছবির বর্ণনাও তারা শুনতে পারবেন।

অনুষ্ঠানে কে এম আব্দুস সালাম বলেন, ‘গত একদশকে তথ্যপ্রযুক্তির ব্যবহার বেড়েছে। এখন এর মাধ্যমে জনগণের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে হবে, প্রতিবন্ধীরাও এর বাইরে নয়।’

ইউএনডিপি-র মানবাধিকার বিভাগের প্রধান কারিগরি উপদেষ্টা শারমীলা রাসুল বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধীদের সম্পৃক্ততার বিষয়টি এতদিন ধরে দাতব্যকেন্দ্রিক ছিল। এখন তা থেকে বের হয়ে মানবাধিকারকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে কার্যক্রম চালাতে হবে।’

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, “বিভিন্ন ক্ষেত্রে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের মানসিকতা পরিবর্তন জরুরি। ‘প্রতিবন্ধীরা পারবে না’- এই মানসিকতা থেকে তাদের বেরিয়ে আসতে হবে।”

আসিফ সালেহের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইসমাইল এবং উপসচিব ড. মো. আবুল হোসেন।

 

/এসও/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ৫
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা