X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

প্রার্থী পরিবর্তন মানে মেয়র ব্যর্থ নয়: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৯, ২২:১৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:১৫

ওবায়দুল কাদের ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী পরির্বতন করা মানে তিনি ব্যর্থ নন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। দলের মেয়র প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অধিকতর গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে।’
সোমবার (৩০ ডিসেম্বর) গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে আওয়ামী লীগ সারাদেশে গণতন্ত্রের বিজয় দিবস পালন করছে। এর অংশ হিসেবে ঢাকা মহানগরের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আমরা পরিবর্তন করেছি। তার অর্থ এই নয় যে আমাদের মেয়র ব্যর্থ, এটা আমি বলবো না। আজ তিনি নেই বলে তার ব্যর্থতা বলতে পারি না। আমাদের মেয়র অনেক কাজ করেছেন। তার সফলতা ও ব্যর্থতা দুটোই আছে। অধিকতর গ্রহণযোগ্য ব্যক্তিকে আমাদের নেত্রী মনোনয়ন দিয়েছেন। আপনারা নিরাশ হবেন না, কষ্ট পাবেন না। হানিফ ভাইয়ের স্মৃতিবিজরিত এই ঢাকা সিটি করপোরেশন।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সামনে ঢাকা দুই সিটি করপোরেশনের নির্বাচন। এই নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে। জয়ের মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সিটি করপোরেশনে দলীয় মনোনয়নে যারা আবেদন করেছিলেন সবাইকে আমরা মনোনয়ন দিতে পারিনি। যারা মনোনয়ন পাননি আপনাদের কথা আমরা মনে রাখবো। আপনারা মনে কষ্ট নেবেন না। সবাই ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীর পক্ষে কাজ করবেন।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নফীর সভাপতিত্বে সমাবেশ আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, কাযনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।

/ইএইচএস/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ