X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-সৌদি আরব বৈঠক: আলোচনায় অবৈধ রোহিঙ্গা প্রসঙ্গ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৫

বাংলাদেশ-সৌদি আরব

সৌদি আরবে অবস্থানরত অবৈধ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়টি আলোচনায় এসেছে বাংলাদেশ-সৌদি আরব যৌথ কমিশন বৈঠকে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় দুই দিনব্যাপী বৈঠক শেষে বাংলাদেশ দলের প্রধান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এই তথ্য জানান।

সৌদি আরব থেকে ৪২ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানোর বিষয়টি আলোচনায় এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আলোচনা হয়েছে।’

এ বিষয়ে সৌদি আরব দলের প্রধান ও তাদের শ্রম মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাহির আব্দুল রহমান গাসিম বলেন, ‘এটি একটি স্পর্শকাতর বিষয়। আমরা শুধু ফেরত পাঠানোর জন্য ফেরত পাঠাতে চাই না, আইনশৃঙ্খলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সৌদি আরবে নারী নির্যাতনের বিষয়ে সৌদি প্রতিনিধি দলকে প্রশ্ন করা হলে বাংলাদেশের সচিব মনোয়ার আহমেদ বলেন, ‘মিডিয়ায় এ ধরনের কিছু কিছু খবর ছাপা হয়েছে। যদি আপনার কাছে সুনির্দিষ্ট কোনও অভিযোগ থাকে, সেটির বিষয়ে বলুন।’ 

প্রশ্নোত্তর পর্বের আগে দুই দেশের প্রতিনিধি দলের দুই দলনেতা ১৩তম যৌথ কমিশন বৈঠকের কার্যবিবরণী স্বাক্ষর করেন।

মনোয়ার আহমেদ বলেন, ‘গতকাল বুধবার শিল্প মন্ত্রণালয় ও সৌদি আরবের বেসরকারি কোম্পানি এসিডব্লিউএ-এর মধ্যে ১৮০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়া বেসরকারি খাতে আরও একটি বড় চুক্তি খুব শিগগিরই সম্পন্ন হবে।’ তবে তিনি সেই কোম্পানির নাম বলেননি।

সৌদি আরবের পাসপোর্ট ও ক্ষতিপূরণ সংক্রান্ত জটিলতার বিষয়ে জানতে চাইলে দেশটির প্রতিনিধি দলের প্রধান মাহির আব্দুল রহমান গাসিম বলেন, ‘আমরা এই বিষয়টি নিয়ে এখানে আলোচনা করেছি। এছাড়া তিন মাস পরপর আমাদের টেকনিক্যাল কমিটি এই বিষয়টি নিয়ে আলোচনা করে থাকে। আমরা এই জটিলতার বিষয়টি খুব দ্রুতই সমাধান করতে আগ্রহী।’

/এসএসডেজ/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা