X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

চীন থেকে চিকিৎসা সামগ্রী এনেছে বিমান বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২০, ২০:২৫আপডেট : ০৫ জুন ২০২০, ০০:০৬

চীন থেকে চিকিৎসা সামগ্রী বুঝে নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী চীন থেকে নিজেদের আকাশযানে চিকিৎসা সামগ্রী নিয়ে এসেছে বিমান বাহিনী। বুধবার (৩ জুন) এই সংস্থার একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে এগুলো আনা হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, পিপলস লিবারেশন আর্মি অব চায়নার দেওয়া বিভিন্ন চিকিৎসা সামগ্রী বুধবার রাতে দেশে এসেছে। চীন থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক জিনিসপত্র সংগ্রহের জন্য এদিন সকালে বিমান বাহিনীর ১৫ জন এয়ার ক্রু একটি সি-১৩০জে পরিবহন বিমান নিয়ে চীনের উদ্দেশে ঢাকার বিমান বাহিনী ঘাঁটি ছেড়ে যায়। তাদের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী।

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের নীতিমালা অনুসরণের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এরই ধারাবাহিকতায় চীনের সশস্ত্র বাহিনীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুযায়ী এসব চিকিৎসা সামগ্রী আনা হয়েছে। কোভিড-১৯ প্রতিরোধ ব্যবস্থা জোরদারের জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানই সশস্ত্র বাহিনী বিভাগের লক্ষ্য।

দেশে আনা চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ডিসপোজেবল মেডিক্যাল মাস্ক, সার্জিক্যাল মাস্ক, মেডিক্যাল সার্জিক্যাল মাস্ক (কেএন৯৫), মেডিক্যাল প্রোটেক্টিভ গগলস, ডিসপোজেবল মেডিক্যাল প্রোটেক্টিভ ফেস শিল্ড, ডিসপোজেবল মেডিক্যাল প্রোটেক্টিভ স্যুট, ডিসপোজেবল মেডিক্যাল আইসোলেশন গাউন, ডিসপোজেবল মেডিক্যাল বুট কভার, ডিসপোজেবল মেডিক্যাল গ্লাভস, ইনফিউশন পাম্প, ব্যাকপ্যাক ডিসইনফ্যাক্ট্যান্ট স্প্রেয়ার, হ্যান্ড-হেল্ড আইআর থার্মোমিটার এবং থার্মাল ইমেজিং টেম্পারেচার পরিমাপক হেলমেট।

গত ১৯ এপ্রিল বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস শনাক্তকারী কিট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ (পিপিই) চিকিৎসা সহায়ক জিনিসপত্র চীন থেকে ঢাকায় আনা হয়।

/জেইউ/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল