X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এককভাবে কোনও দেশের পক্ষে গ্রহণযোগ্য চাকরির নিশ্চয়তা দেওয়া কঠিন: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২০, ২০:৩৬আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৫১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী যা হচ্ছে, তার প্রেক্ষাপটে এককভাবে কোনও দেশের পক্ষে গ্রহণযোগ্য (ডিসেন্ট) চাকরির নিশ্চয়তা দেওয়া অত্যন্ত কঠিন। কিন্তু সবাই মিলে চেষ্টা করলে এটি করা সম্ভব বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আন্তর্জাতিক শ্রম সংস্থার গ্লোবাল সামিটে বক্তব্য প্রদানকালে করোনাভাইরাসের প্রকোপ মোকাবিলায় প্রধানমন্ত্রী বৈশ্বিক প্রেক্ষাপটে তিনটি পরামর্শ দেন।
তিনি বলেন, 'এখন যেটি প্রয়োজন, সেটি হচ্ছে সব দেশ, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ ও বেসরকারি খাতের অংশগ্রহণে সমন্বিত ও বৈশ্বিক উদ্যোগ।'

ক্ষতি কাটিয়ে ওঠার উদ্যোগের কেন্দ্রবিন্দুতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাকে থাকতে হবে এবং তাদের জি-৭, জি-২০, ওইসিডি ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানকে সমর্থন করতে হবে বলেও তিনি জানান।

করোনাভাইরাসের প্রকোপ ধনী-দরিদ্র সবার জন্য সমান কিন্তু এর প্রভাব ধনী ও গরিবের মধ্যে বৈষম্য আরও প্রকট করে তোলে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে অভিবাসী ও নারী কর্মীদের ক্ষেত্রে এই বৈষম্য আরও প্রকট বলে অভিহিত করেন তিনি।

প্রথম পরামর্শে প্রধানমন্ত্রী বলেন, 'এই সমস্যাসংকুল সময়ে অভিবাসী শ্রমিকদের চাকরি বজায় রাখতে হবে।' দ্বিতীয়ত, যদি চাকরি হারায় তবে সম্পূর্ণ দায়-দেনা ও ক্ষতিপূরণ মিটিয়ে দিতে হবে এবং তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, মহামারি শেষ হওয়ার পরে তাদের আবার চাকরি ফিরিয়ে দিতে হবে, যাতে অর্থনীতি আবার চাঙ্গা হয়।

প্রধানমন্ত্রী বলেন, অভিবাসী শ্রমিকদের চাকরি হারানো এবং রেমিট্যান্স কমে যাওয়া আমাদের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। কারণ, এসডিজি অর্জনে রেমিট্যান্স একটি গুরুত্বপূর্ণ ব্যাপার।

/এসএসজেড/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ