X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কঠোর অবস্থানে ইউরোপ, অবৈধভাবে ঢোকা আরও কষ্টসাধ্য

শেখ শাহরিয়ার জামান
২৪ সেপ্টেম্বর ২০২০, ০২:০১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৯

কঠোর অবস্থানে ইউরোপ, অবৈধভাবে ঢোকা আরও কষ্টসাধ্য অবৈধভাবে ইউরোপে ঢোকা এখন আরও বেশি কষ্টসাধ্য হবে। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) অভিবাসন ও রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত নতুন চুক্তি ঘোষণা করেছে সদস্য দেশগুলোর জন্য। এই চুক্তির অধীনে কয়েকটি ধাপে আবেদনকারীর রাজনৈতিক আশ্রয় বিবেচনা করা হবে এবং প্রথম ধাপ অতিক্রম করতে না পারলে আইনি ব্যবস্থা গ্রহণের কোনও সুযোগ থাকবে না।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দীর্ঘ আলোচনার পরে ইউরোপিয়ান কমিশন এই চুক্তি ঘোষণা করে। এই বিষয়ে ব্রাসেলসের একটি সূত্র জানায়, ‘বাংলাদেশ থেকে যারা অবৈধ পথে আসে তারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে এবং একটি আইনি ব্যবস্থার অধীনে অবস্থান করে। কিন্তু নতুন নীতি অনুযায়ী প্রথমে অবৈধ অনুপ্রবেশকারীকে যাচাই করা হবে তার নিরাপত্তার প্রয়োজন আছে কিনা। অর্থাৎ ওই ব্যক্তি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারবেন কিনা।’

যদি রাজনৈতিক আশ্রয়ের জন্য বিবেচিত না হয় তবে কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই ব্যক্তির আইনি ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকবে না। তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।’

বর্তমান প্রেক্ষাপটে শরণার্থী ছাড়া অর্থাৎ সিরিয়া, আফগানিস্তান বা সংঘাতময় এলাকা থেকে পালিয়ে আসা লোক ছাড়া অন্য কারও নিরাপত্তার প্রয়োজন আছে বলে ইউরোপিয়ান দেশগুলো মনে করে না। নতুন নীতিতে এই বিষয়টিকে আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ২০১৭ সালে চুক্তি অনুযায়ী বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন অবৈধ বাংলাদেশিদের ফেরত আনার জন্য একটি স্ট্যান্ডার্ড অফ প্রসিডিওর রয়েছে। এটি খুব ভালো কাজ করছে।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘২৪টি দেশের সঙ্গে এই ধরনের চুক্তি সই করেছে ইইউ এবং এরমধ্যে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের সঙ্গে কার্যকরভাবে এটি কাজ করছে।’

তিনি বলেন, ‘অবৈধভাবে অবস্থানকারীদের ফেরত পাঠানোর পাশাপাশি ইউরোপে কিভাবে বৈধপথে আরও বাংলাদেশি আসতে পারে সেই আলোচনা অব্যাহত আছে। বাংলাদেশ ও ইইউ এর মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ের বৈঠকে বিষয়টি আলোচনা হয়েছে এবং আলোচনায় বিষয়গুলো উঠে এসেছে। এর জন্য বাংলাদেশকে কৌশলগতভাবে বিষয়টি চিন্তা করতে হবে।’

তিনি বলেন, ‘ইউরোপের কোন দেশে কোন পেশার লোক প্রয়োজন সেটি চিহ্নিত করে প্রশিক্ষণ দেওয়ার পরে তাদেরকে বৈধপথে ইউরোপে পাঠানোর রাস্তা তৈরি হবে। এজন্য বাংলাদেশকে বিনিয়োগ করতে হবে।’

এ বিষয়ে সহযোগিতার জন্য ইইউ-এর সঙ্গে আলোচনা চালাচ্ছে বাংলাদেশ বলে জানা গেছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?