X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এবার প্রধানমন্ত্রীর জন্য এলো ত্রিপুরার ‘রানী আনারস’

ব্রাহ্মণবাড়িয়া অফিস
১১ জুলাই ২০২১, ১১:৩৮আপডেট : ১১ জুলাই ২০২১, ১৭:২০

এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আটশ’ কেজি বিখ্যাত রানী জাতের রসালো আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার (১১ জুলাই) সকাল ১০টায় একটি পিকআপ ভ্যানে করে আনারসের চালান বাংলাদেশ সীমান্তের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়। এ সময় ভারত প্রান্তে আনারসের চালান পাঠাতে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ট্যুরিজমের পরিচালক তরিত কান্তি চাকমা।

আখাউড়া প্রান্তে দুই দেশের শূন্যরেখায় আনারসের চালান গ্রহণ করেন চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (সহকারী হাইকমিশনার) উদত ঝা। এ সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা ইন্টিগ্রেটেড চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দি, ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ডা. ফনীভূষন জমাতিয়া, আখাউড়া কাস্টমস সুপার মোহাম্মদ আলী, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান, আখাউড়া বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার মো. আব্দুল মোতালেবসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এবার প্রধানমন্ত্রীর জন্য এলো ত্রিপুরার ‘রানী আনারস’ এ সময় দুই দেশের কর্মকর্তারা জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ জুলাই রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম পাঠিয়েছিলের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্যে। আর আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আটশ’ কেজি  আনারস পাঠিয়েছেন।

তারা বলেন, এই ফল আদান প্রদানই মুখ্য বিষয় নয়। দুই দেশের মধ্যে যে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে, তা এই উপহার বিনিময়ের মধ্যে প্রতিফলন ঘটেছে। 

পরে মোট ৮০টি কার্টনে ৮০০ কেজি আনারস নিয়ে আখাউড়া স্থলবন্দর থেকে বেলা ১১টার দিকে রাজধানী ঢাকার উদ্দেশে একটি পিকআপ ভ্যানে ছেড়ে আসে। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
সুন্দরবনে যাতে আর আগুন না লাগে সেদিকে নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা