X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

তারেক জিয়ার সন্ত্রাসের কাছে বিএনপি নেতারা জিম্মি: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১৯:২৮আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৯:২৮

তারেক রহমানের সন্ত্রাসের কাছে তার দলের নেতারা জিম্মি হয়ে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, তাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়, তারা সে অনুযায়ী কাজ করেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক সেমিনারে এ কথা বলেন তিনি। ‘বঙ্গবন্ধুর দৃষ্টিতে শিক্ষকদের মর্যাদা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।

হানিফ বলেন, ‘বিএনপিতে অনেক শিক্ষিত ব্যক্তি আছেন। যাদের মধ‌্যে পৈশাচিক মানসিকতা নেই। কিন্তু তাদের নেতা এমন মানসিকতা লালন করে রক্তের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায়। তারেক জিয়ার সন্ত্রাসের কাছে উনারা জিম্মি।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা অশিক্ষিত ব‌্যক্তির নির্দেশনা অনুযায়ী কথা বলেন। এমনটা জাতি প্রত্যাশা করে না।’

আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণে হোক- আওয়ামী লীগ সেটাই চায় জানিয়ে হানিফ বলেন, ‘জনগণ যাদের পছন্দ করবে তাদের প্রতি রায় দেবে। এটা মেনে নেওয়ার মানসিকতা নিয়ে নির্বাচন করুন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নেই। সর্বোচ্চ আদালতের রায়ে সেই পদ্ধতি বাতিল হয়েছে। কেউ যদি চিন্তা করে মানুষ মেরে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে দাবি আদায় করা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে।’

এ সময় শিক্ষার উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ‘এবার সরকার ২৬ হাজার প্রাথমিক বিদ‌্যালয়কে জাতীয়করণ করেছে। ৩২৫টি হাইস্কুল এবং ৩৩১টি কলেজকে জাতীয়করণ করেছে। সাড়ে ৪ হাজার শিক্ষককে এমপিওভুক্ত করার মধ‌্য দিয়ে শিক্ষকদের প্রতি ‌যে শ্রদ্ধা, ভালোবাসা ও নৈতিক দায়িত্ব আছে সেটি পালন করেছেন বঙ্গবন্ধু কন‌্যা।’

হানিফ বলেন, শিক্ষকদের মধ্যে রাজনৈতিক বিভাজন শিক্ষার পরিবেশ নষ্ট করে। শিক্ষকদের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমনটা হলে তারা সেই সম্মান ও মর্যাদার আসনে থাকবেন।

/পিএইচসি/এফএ/
সম্পর্কিত
‘লন্ডন-সন্তুষ্টিতে’ ব্যস্ত বিএনপি নেতারা, পরবর্তী কর্মপরিকল্পনা আসছে কবে?
আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান: জামায়াত আমির
ভারত ইস্যুতে বিএনপিতে অস্থিরতা, বিভক্ত নেতারা
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান