X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রংপুরের পীরগঞ্জের ঘটনায় ৪৫ জন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৯:৪৫আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৯:৪৭

রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় এলাকাবাসীর সহায়তায় ৪৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১৮ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে যারা অগ্নিসংযোগ করেছে, তারা দুষ্কৃতিকারী। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাটি আকস্মিকভাবেই দুষ্কৃতিকারীরা ঘটিয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় আমরা ৪৫ জনকে ধরেছি এবং আরও কয়েকজনকে ধরার চেষ্টা করছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরের পীরগঞ্জে আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এক ছেলের কাবা শরিফ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ইচ্ছায় দিক বা অনিচ্ছায় দিক বা উদ্দেশ্য প্রণোদিতভাবেই হোক ‑ স্ট্যাটাস দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন এ ঘটনা আঁচ করে ছেলেটি যেখানে থাকতো সেখানে অভিযান চালিয়ে তাকে পায়নি। গ্রামটি রক্ষার জন্য সেখানে পুলিশ মোতায়েন ছিল। এই দুষ্কৃতিকারীরা তখন এই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে পীরগঞ্জ থানার রঘুনাথপুর ইউনিয়নের একটি গ্রামের কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে। আমার কাছে ২৫টি বাড়িতে আগুন দেওয়ার তথ্য এসেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই দুষ্কৃতকারীরা ৯০টির বেশি বাড়িঘর লুটপাট এবং ভাঙচুর করেছে। রাতেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, এপিবিএন, র‌্যাব ও বিজিবি গেছে। নিরাপত্তায় যতো ধরনের ব্যবস্থা সেটি আমরা নিয়েছি। কিন্তু এই ঘটনাটি আকস্মিকভাবেই দুষ্কৃতিকারীরা ঘটিয়ে ফেলেছে। সেখানে কোনও জীবনহানি হয়নি। তবে সম্পদহানি হয়েছে, দুষ্কৃতকারীরা বাড়িঘর পুড়িয়েছে। আমরা মনে করি, জড়িতদের চিহ্নিত করেছি তাৎক্ষণিকভাবেই। এলাকাবাসীর সহায়তায় ৪৫ জনকে আমরা ধরেছি এবং আরও কয়েকজনকে ধরার চেষ্টা করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতোমধ্যেই প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন ‑ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য যথাযথ ব্যবস্থা নিতে। জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে নগদ অর্থ, শাড়ি-কাপড় বিতরণ করেছে। সেখানকার এমপি স্পিকার, তিনিও উদ্যোগ নিয়েছেন। তাদের বাড়ি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নিদর্শনা দিয়েছেন, যার যা প্রয়োজন দেওয়া হবে। খুব শিগগিরই তাদের বাড়ি-ঘর তৈরি করে দেব আমরা।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
বান্দরবানে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার
রুমা ও থানচিতে ব্যাংক লুটের ঘটনায় কুকি চিন জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী
পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে
সর্বশেষ খবর
গরমে দোকানে দোকানে পণ্য বিক্রির সময় সেলসম্যানের মৃত্যু
গরমে দোকানে দোকানে পণ্য বিক্রির সময় সেলসম্যানের মৃত্যু
মরিশাসের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক
মরিশাসের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
গবেষণার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
গবেষণার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা