পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, সীমান্ত হত্যা বন্ধে ভারত আরও বেশি সতর্ক হবে, এ বিষয়ে একটি ফর্মুলাও বের করেছে তারা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ওই বৈঠকের পর আব্দুল মোমেন এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত বিষয়ে তারা নিজেরাই বলেছেন—এ বিষয়ে তারা সতর্ক দৃষ্টি রাখবেন। তারা একটি ফর্মুলা দিয়েছেন, যাতে ঝামেলা না হয়।
আব্দুল মোমেন বলেন, ভারত সরকার ১৯৭১ সালে স্বীকৃতি দিয়ে বাংলাদেশকে সম্মানিত করেছে। এবছর তাদের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ঢাকা সফরের ফলে আমরা আবারও সম্মানিত হলাম।
সব বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিস্তারিত আলোচনা করেছেন দুই পররাষ্ট্র সচিব। আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।