X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শেষ ধাপের ইউপি নির্বাচনের তফসিল হতে পারে শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২১, ১৯:৩৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৯:৩৬

জাতীয় সংসদ নির্বাচনের বিধিমালা এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংশোধন নিয়ে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মেয়াদের শেষ সময়ে এ দুই বিধিমালায় কয়েকটি সংশোধনী আনতে চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এর মধ্যে অন্যতম হচ্ছে- পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়ায় সংশোধনী আনা।

আগামী শনিবার অনুষ্ঠিতব্য  কমিশনের ৯২তম সভায় এ দুটি আচরণ বিধিমালা সংশোধনের বিষয়টি এজেন্ডায় রাখা হয়েছে। ওই সভায় চলমান ইউনিয়ন পরিষদের (ইউপি) ষষ্ঠ ধাপের (শেষ ধাপ) নির্বাচনের তফসিল অনুমোদন করার কথা রয়েছে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান কমিশনের মেয়াদ শেষ হবে।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের প্রধান আইন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর কয়েকটি ধারায় সংশোধনী আনার প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে রয়েছে। ওই সংশোধনী জাতীয় সংসদে পাস হওয়ার আগেই জাতীয় সংসদের ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’ এবং ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এ সংশোধনী আনতে যাচ্ছে কমিশন।

জানা গেছে, নির্বাচন বিধিমালায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়া সংক্রান্ত সংশোধনী আনার প্রস্তাব উঠছে। আরপিওর সংশোধনী প্রস্তাবে প্রতিবন্ধী ব্যক্তি ও ৮০ বছরের বেশি বয়স্ক ভোটারদের ভোট দেওয়ার সুবিধার্থে পোস্টাল ব্যালট ব্যবহারের ধারা যুক্ত করা হয়। এর যৌক্তিকতায় বলা হয়, ভোটার নিবন্ধন ফরমের ক্রমিক ২১ এ দৃষ্টি, শ্রবণ, বাক ও শারীরিক প্রতিবন্ধীদের তথ্য ইসির কাছে রয়েছে। এ বিষয়টি নির্বাচন বিধিমালায় সংশোধনের প্রস্তাব উঠতে যাচ্ছে।

এদিকে শনিবার অনুষ্ঠিতব্য কমিশনের সভায় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করার কথা রয়েছে। কমিশন সভা শেষে এ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এর মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমাপ্তি ঘটতে যাচ্ছে। এর আগে দেশে প্রায় সাড়ে চার হাজার ইউপি’র মধ্যে ইতিমধ্যে পাঁচটি ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে তিনটি ধাপে ভোট সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮৪২টি এবং পঞ্চম ধাপে  ৫ জানুয়ারি ৭০৭টি ইউপিতে ভোট নেবে ইসি।

কমিশন সভার আলোচ্যসূচির মধ্যে আরও রয়েছে- স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য জাতীয় পরিচয়পত্রের নমুনা।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’
চতুর্থ ধাপে যে ৫৫ উপজেলায় ভোট
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী