X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২১, ০০:৫৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০০:৫৩

জাতীয়করণ করা প্রাথমিক শিক্ষক মহাজোটের উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট-এর উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে ৪৮ হাজার ৭২০ জন প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইম স্কেলের সমস্যা নিরসন এবং অর্থ মন্ত্রণালয়ের গত ১২ই আগস্টের জারি করা পত্র বাতিলসহ তিন দফা দাবি তুলে ধরা হয়। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে ২০১৩ বিধিমালা অনুযায়ী কার্যকর চাকুরিকালের ৫০ শতাংশের ভিত্তিতে জ্যৈষ্ঠতা দেওয়া এবং এসএমসি’র নিয়োগ করা বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেটে অন্তর্ভুক্ত করা।

সমাবেশে বলা হয়, চাকুরি শর্তাদি নির্ধারণ বিধিমালার ভুল ব্যাখ্যা দিয়ে জাতীয়করণ করা প্রাথমিক শিক্ষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। বিধি বিধান অনুযায়ী কার্যকর  ৫০ শতাংশ চাকুরিকালের ভিত্তিতে জ্যৈষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি, সিলেকশন গ্রেড এবং প্রযোজ্য টাইমস্কেল পেয়ে আসছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে প্রাথমিক শিক্ষা অধিদফতর ২০১৭ সালের ৮ অক্টোবর এক পত্রের মাধ্যমে বিভাগওয়ারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের অধিদফতরে ডেকে কার্যকর চাকুরিকালের ৫০ শতাংশ ভিত্তিতে চাকুরিকাল গণনা না করে ২০১৩ সালের ১ জানুয়ারি জাতীয়করণের তারিখ ধরে জ্যৈষ্ঠতা তালিকা করার মৌখিক নির্দেশনা দেন।

ওই তালিকা অনুযায়ী পুরাতন বিদ্যালয় সরাসরি নিয়োগ পাওয়া ১৮ হাজার সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের পদে চলতি দায়িত্ব পেলেও সারাদেশে অনেক জাতীয়করণ হওয়া বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক থাকা সত্ত্বেও একজনকে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব দেওয়া হয়নি।

সমাবেশে বলা হয়, জাতীয়করণ হওয়া সহকারী শিক্ষকদের জন্য মন্ত্রণালয় যতগুলো আইন ও পরিপত্র জারি করেছে তার কোনটিতেই জাতীয়করণের তারিখ ধরে গণনা করার কথা বলা হয়নি। বরং প্রতিটিতেই কার্যকর চাকুরীকাল ৫০ শতাংশ ধরে গণনা করার কথা বলা হয়েছে।

ইতোমধ্যে অনেক শিক্ষক মৃত্যুবরণ করেছেন ও অবসরে গিয়ে টাইমস্কেলসহ অন্যান্য সুবিধাদি ভোগ করছেন। এমতাবস্থায় অর্থ মন্ত্রণালয় অন্যায়ভাবে জারি করা পত্রটি প্রত্যাহার করা প্রয়োজন।

এছাড়া গেজেট প্রকাশ করার সময় কিছু প্রধান শিক্ষক দীর্ঘদিন দায়িত্ব পালন করার পরও ভুলবশত গেজেটে প্রধান শিক্ষক হিসেবে প্রকাশিত না হয়ে সহকারী শিক্ষক হিসেবে প্রকাশিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম চৌধুরী, মহাজোটের প্রধান সমন্বয়ক ও বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মো. আবদুর রহমান বাচ্চু, মহাজোটের সিনিয়র সমন্বয়ক শেখ আব্দুস ছালাম মিয়া, বাংলাদেশ ডিজিটাল প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মো. মাহবুবুল আলম শিক্ষক নেতা রাধা রানী ভৌমিক, এস এম আব্দুল গফুর, আবুল কাসেম আজাদসহ সমাবেশে উপস্থিত ছিলেন।

/এসএমএ/এলকে/
সম্পর্কিত
বাংলাদেশের জনগণ কারও প্রভুত্ব স্বীকার করে না: মির্জা ফখরুল
মুক্তিযোদ্ধা সমাবেশে মির্জা ফখরুলপুলিশের হুইসেল-সাউন্ড গ্রেনেড শুনে পালাবে না, সেই সাহস নিয়ে দাঁড়াতে হবে
সোমবার বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ, থাকছেন মির্জা ফখরুল
সর্বশেষ খবর
টানা দাবদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
টানা দাবদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
বিশ্বকাপ নিয়ে বেশি মাতামাতি না করতে শান্তর অনুরোধ
বিশ্বকাপ নিয়ে বেশি মাতামাতি না করতে শান্তর অনুরোধ
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
দুর্গাসাগরে ডুবে পুণ্যস্নানে আসা কলেজছাত্রের মৃত্যু
দুর্গাসাগরে ডুবে পুণ্যস্নানে আসা কলেজছাত্রের মৃত্যু
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০