X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভোট ‘ভালো’ হয়েছে: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২২, ২০:৪৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ২১:০৩

মঙ্গলবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ৬ জন মারা গেলেও নির্বাচন কমিশন এটাকে ‘ভালো’ নির্বাচন বলে আখ্যায়িত করছে। ভোট শেষে  এদিন বিকালে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের মুখপাত্র ও ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ বিষয়ে বলেন,‘কয়েকটি কেন্দ্র ছাড়া পুরো দেশে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।  এখনও পর্যন্ত যেসব নির্বাচন হয়েছে, তাতে আমরা বলবো— ভালো নির্বাচন হয়েছে। সামনে যে নির্বাচন হবে, সেটি আরও  ভালো হবে।’

অবশ্য ৬ জন নিহত হওয়ার ঘটনাকে তিনি খুবই দুঃখজনক, বেদনাদায়ক উল্লেখ করে এটি অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন।

ইসি সচিব বলেন, ‘বিচ্ছিন্ন কয়েকটি কেন্দ্র ছাড়া উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ পর্যন্ত আমরা যে রিপোর্ট পেয়েছি, তাতে এ ধাপে ৭০ ভাগের বেশি ভোট পড়েছে বলে জানতে পেরেছি।’

ছয় জন নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে সচিব বলেন, ‘এটি নিঃসন্দেহে আমাদের জন্য দুঃখজনক বিষয়। এই কয়টি কেন্দ্র ছাড়া পুরো দেশে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।  আমরা প্রার্থীদের অনুরোধ জানাবো— বিজয়ী বা পরাজিত হলে ফলাফল যেন মেনে নেন। তারা যেন অতি আবেগী না হয়ে যান। এটিই আমাদের প্রত্যাশা।’

সচিব বলেন, ‘তিন হাজার ৭৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আজকে পর্যন্ত শেষ হয়েছে। তফসিল ঘোষণা করা হয়েছে চার হাজার ১৩৮টির। মোট ইউনিয়ন পরিষদ রয়েছে চার হাজার ৫৭৪টি। ৪৩৬টি ইউনিয়নে সীমানা নির্ধারণ ও মামলা থাকায় সেগুলোতে নির্বাচন করা যাচ্ছে না।’

প্রিজাইডিং কর্মকর্তার নিয়ন্ত্রণ বহির্ভূত হওয়ায় ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলেও তিনি জানান।

হুমায়ুন কবির বলেন, ‘সিলেটের জকিগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাকে (রিটার্নিং কর্মকর্তা) আইন বহির্ভূত কাজের জন্য  আইনের আওতায় নিয়ে এসেছি। ওই ইউনিয়নটির নির্বাচন বন্ধ করা হয়েছে।’ নিহত হওয়ার দায়  ইসির ওপর বর্তায় কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বলছি না এটির জন্য নির্বাচন কমিশনের দায় না। তবে প্রার্থী ও তাদের সমর্থকরা এর দায় নেবেন।’

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
মিয়ানমারের নির্বাচন নিয়ে যা বললেন জান্তা প্রধান
সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে
প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট ৮ মে
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়