X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ওপর সন্তুষ্ট আন্তর্জাতিক আদালত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৭

রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) কৌঁসুলিরা মিয়ানমারের সামরিক জান্তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছেন। এ কাজে বাংলাদেশিদের সহযোগিতায় সন্তুষ্ট আইসিসি। রবিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় এক সংবাদ সম্মেলনে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান এ তথ্য জানান।

মানবতাবিরোধী অপরাধের প্রমাণ সংগ্রহে বাংলাদেশের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে আইসিসির প্রধান কৌঁসুলি বলেন, ‘বাংলাদেশে আমি পূর্ণ সমর্থন পাচ্ছি। এই সফরে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিবের সঙ্গে আমার আলোচনা হয়েছে। চ্যালেঞ্জ হচ্ছে আলোচনার পরে ফলাফল পাওয়া। আমি আমার কাজ করছি। আশা করছি, অন্যরাও তাদের কাজগুলো করবেন, যাতে বিচার পাওয়া সম্ভব হয়।’

রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধের বিচারের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা দর্শক হয়ে থাকতে পারি না। এটির বিরুদ্ধে সবার আওয়াজ তুলতে হবে। মানবিকতা রক্ষার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘আমি বাংলাদেশের সরকারের কর্মকর্তা, রোহিঙ্গা এবং আরও অনেকের সঙ্গে কথা বলেছি। বিচার আগামীকালই হয়ে যাবে না। বিচার সহজে পাওয়া যায় না। এটি কষ্ট করে অর্জন করতে হয়। কিন্তু আমি বিশ্বাস করি, এটি অর্জন করা সম্ভব।’

বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটি আমার প্রথম সফর এবং এ বছর আবারও আসবো। আমার প্রতিনিধি দল কয়েকবার এখানে আসবে।’

পৃথিবীর বিভিন্ন দেশ রোহিঙ্গাদের বিষয়ে জানে এবং তারা এ বিষয়ে উদ্বিগ্ন জানিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ দরকার আমার। কারণ, আমাকে মামলা করতে হবে। কোর্টরুমে আমাদের নিশ্ছিদ্র প্রমাণ দিতে হবে। এ জন্য আমাদের দৃঢ়ভাবে প্রমাণ সংগ্রহ করতে হবে। কারণ, আসামিপক্ষের আইনজীবীরাও ওই প্রমাণগুলোকে চ্যালেঞ্জ করবেন।’

আরও খবর: আইসিসিতে মিয়ানমার সৈনিকের স্বীকারোক্তি: রোহিঙ্গাদের দেখামাত্র গুলির নির্দেশ ছিল

 

 

 

/এসএসজেড/এমএএ/
সম্পর্কিত
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা