X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভোজ্যতেলসহ আমদানি পণ্যের ভ্যাট কমানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২২, ১২:৫৭আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৭:২২

ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপণ্যে খুচরা পর্যায়ে ভ্যাট কমানোর সঙ্গে সঙ্গে আমদানি পর্যায়েও ‘সর্বোচ্চ‘ কমানোর নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে গতকাল রবিবার অনুষ্ঠিত সংশ্লিষ্ট মন্ত্রীদের বৈঠকের কথা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গতকালের (বৈঠকে আলোচ্য) বিষয়গুলোতে প্রধানমন্ত্রী এগ্রি করেছেন এবং খুব স্ট্রংলি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন।’

এরই মধ্যে তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের ভোক্তা পর্যায়ে ভ্যাট কমানোর বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আজই (সোমবার) এসআরও (স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার) জারি করা হবে।’

তবে আমদানি পর্যায়ে ভ্যাট সর্বোচ্চ কমানোর বিষয়টি বিবেচনার জন্য বলেছে মন্ত্রিসভা। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘ভোজ্যতেল আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। এটা কীভাবে, কতটুকু কমানো যায়, সে বিষয়ে এনবিআরকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোজ্যতেল, চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যে আমদানি পর্যায়ে ভ্যাট কমাতে বলা হয়েছে।’

কী কী পণ্যে আমদানি পর্যায়ে ভ্যাট কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যেসব পণ্য ক্রাইসিসে থাকবে, সেসব ভ্যাট কম পর্যায়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে। ভ্যাট একেবারে তুলে দেওয়া যাবে না। কারণ তখন এনবিআরের কাছে হিসাব থাকবে না। সর্বনিম্ন পর্যায়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!