X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উপহারের ঘরে মর্যাদা ফিরেছে হ্যাপির

সাদ্দিফ অভি, ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে
১২ এপ্রিল ২০২২, ১২:০০আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৫:১১
‘একটা সাবান দিন’ কিংবা ‘একটা চিপস দিন’ বলে এখন হ্যাপির দোকানে ভিড়ছে আশপাশের অনেকে। তার দোকানে চায়ের কাপে তুমুল গল্প চলে এলাকাবাসীর। অথচ হিজড়া হওয়ার কারণে একসময় হ্যাপি ছিল সমাজ থেকে বিতাড়িত। আগে অনুষ্ঠানে নেচে টাকা আদায় করে চলতে হতো হ্যাপিকে। সমাজের লোকেরা দেখতো বাঁকা চোখে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাওয়ার পর এখন নতুন করে জীবন সাজিয়েছেন হ্যাপি। বাসার সামনে দিয়েছেন দোকান, কিনেছেন সিএনজিচালিত অটোরিকশা। থাকেন পরিবার নিয়ে। তার ঘাড়ে অনেকের দায়িত্ব।
 
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সরকারপাড়ায় খাটিহাটা আশ্রয়ণ প্রকল্পে থাকেন হ্যাপি ওরফে মন্তু মিয়া। বয়স ৩৫।
 
আগে মা ও তিন ভাইকে নিয়ে নন্দনপুর গ্রামের টিনের একটি ঘরে ভাড়ায় থাকতেন। হিজড়া হওয়ায় স্থানীয় কারওর সহযোগিতা পেতেন না। বিয়েবাড়িতে নাচ-গান করেই সংসার চালাতেন তিনি।
 

‘জীবনটা অনেক কষ্টের ছিল। বাবা তিনটা বিয়ে করেছে। আমি প্রথম ঘরের সন্তান। অন্য সন্তান যারা আছে সবাই কিছু না কিছু করতে পেরেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘর দিয়েছেন। ঘরটা আমি নিজের মতো করে সাজিয়েছি। মাকে খাট কিনে দিয়েছি। টিভি কিনেছি, ফ্রিজ কিনেছি, শরবত খাওয়ার জন্য ব্লেন্ডার কিনেছি।’ বললেন হ্যাপি।

হ্যাপি আরও বলেন, ‘২০২১ সালে প্রধানমন্ত্রী যখন আমাকে একটা বাসস্থান করে দেন, তখন থেকেই ভাই-বোন সবাইকে নিয়ে এলাকায় বাস করছি।’

‘আগের আয় দিয়ে জীবন চলতো না। নানা জনের কাছে ১০ টাকা ২০ টাকা চাইতাম। একজন দিলো তো আরেকজন দিলো না। কেউ ধাক্কা দিতো, কেউ গালি দিতো। এখন আমি নিজের পায়ে দাঁড়িয়েছি।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন জানায়, সদর উপজেলার খাটিহাতা আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের ২ শতক জমিসহ আধাপাকা ঘর পেয়ে পরিবার নিয়ে বাস করছেন হ্যাপি।

তার মা আনোয়ারা বেগম বাড়ির পাশে সবজি চাষ করছেন। ছোট ভাইদের রিকসা ও ভ্যান কিনে দিয়েছেন হ্যাপি। এতে ওরাও সাবলম্বী হচ্ছে। হ্যাপি তার এক খালা ও প্রতিবন্ধী খালাতো ভাইয়েরও দেখাশোনা করছেন।

খাটিহাটা আশ্রয়ণ প্রকল্পের স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হ্যাপির এ নতুন জীবনকে ইতিবাচক হিসেবেই দেখছে সবাই। স্থানীয়রা তার দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও কিনছেন।

এলাকার বাসিন্দা মাসুদ জানান, আমাদের এলাকার সবারই ওই দোকানে যাতায়াত আছে। কেউ চা খায়, কেউ গল্প করে। কেউ টুকটাক জিনিসপত্র কেনে। তার এই পরিবর্তন দেখে এলাকার মানুষ খুশি।

/এফএ/
সম্পর্কিত
কোথাও যাতে ভোক্তাদের হয়রানি না হয়, নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের অর্ধেক জেলা সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীনমুক্ত
বিএনপি-জামায়াতের সুমতি হোক, অগ্নিসন্ত্রাস বন্ধ করুক: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী