X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আগে ঘাটতি থাকলেও দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি 
২৫ মে ২০২২, ২২:১৩আপডেট : ২৫ মে ২০২২, ২২:২২

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আগে দেশে সব সময় খাদ্য ঘাটতি থাকতো। আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ সরকারের আমলে পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন দেশবাসীকে আত্মবিশ্বাসী করে তুলেছে। আত্মবিশ্বাসে বলিয়ান বাংলাদেশ আজ দুর্বার গতিতে সবেক্ষেত্রে বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। এ অর্জনকে ধরে রাখতে হলে আগামীতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। নইলে দেশের শত্রু তারেক রহমানরা প্রধানমন্ত্রী হবে। দেশের সব অর্জন ম্লান হয়ে যাবে। 

দীর্ঘ ২৫ বছর পর বুধবার (২৫ মে) কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের পুরাতন স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃষিমন্ত্রী আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। সবাই মিলে দলকে শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের আবারও জয়ী হতে হবে।

কিশোরগঞ্জসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলকে আওয়ামী লীগের ঘাঁটি উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশ ও দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের রাজনীতিতে আপনাদের অঞ্চলের ভূমিকার ওপর ক্ষমতায় যাওয়া, না-যাওয়া নির্ভর করে। কাজেই এই ঐতিহ্যকে ধরে রেখে দলের সাংগঠনিক শক্তিকে সুসংহত করতে হবে। 

এদিকে কাউন্সিলে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের দাবি উঠে। পরে কেন্দ্রীয় নেতৃত্ব সমঝোতার ভিত্তিতে ৭১ সদস্যের উপজেলার কমিটির সভাপতি পদে বৌলাই ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তারের নাম ঘোষণা করেন।

এরআগে, প্রধান অতিথির সঙ্গে অন্য অতিথিরা জাতীয় সংগীতের সঙ্গে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করে ও বেলুন উড়িয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু করেন। 

এতে সভাপতিত্ব করেন, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান। সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবির কাউছার, সাহাবুদ্দিন ফরাজী, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এমএ রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশকুল ইসলাম টিটু, প্রচার সম্পাদক লুৎফুল আরেফীন গোলাপ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাব্বীর আহম্মদ মানিক, কৃষি ও সমবায় সম্পাদক সুলতান আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক বাদল রহমান, কার্যকরী কমিটির সদস্য আনোয়ার কামাল ও মশিউর রহমান হুমায়ুন।

 

/টিটি/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
খাদ্যের অপচয় রোধে সবাইকে সচেতন করার পরামর্শ সংসদীয় কমিটির
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী