X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নরেন্দ্র মোদির অবস্থান বুঝতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২২, ১৯:২০আপডেট : ৩০ মে ২০২২, ১৯:৫৩

পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি নিয়ে ভারতের একটি নিজস্ব অবস্থান রয়েছে। ভারতের ওই অবস্থান বুঝতে চায় বাংলাদেশ এবং এটি নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার (৩০ মে) নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে—জয়শঙ্কর (ভারতের পররাষ্ট্রমন্ত্রী) বাংলাদেশে এলেন ভালো সংবাদ নিয়ে, কিন্তু আসলে ভালো সংবাদটি কী? ভালো সংবাদ হচ্ছে—আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা গুরুত্বপূর্ণ।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুনিয়াতে পরিবর্তন হচ্ছে, সেগুলো নিয়ে আলাপ করবেন। নরেন্দ্র মোদি (ভারতের প্রধানমন্ত্রী) একটি অবস্থান নিয়েছেন। তাদের কী অবস্থা, সেটা আমরা বুঝতে চাই, শুনতে চাই।’

উল্লেখ্য, র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা রাশিয়ার সঙ্গে বাণিজ্যের ফন্দিফিকির বের করার জন্য ভারতের ওপর বাংলাদেশের নির্ভরশীলতা বাড়ছে।

গমের ওপর নিষেধাজ্ঞা

গম রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত, কিন্তু এটি বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

জয়শঙ্করের সঙ্গে আসামে আলোচনার প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জয়শঙ্কর আমাকে জানিয়েছেন, গমের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত, সেটি বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে না।’

এমনকি বেসরকারি খাতকেও গম আনতে দেবে ভারত, তবে বাংলাদেশি ব্যবসায়ীরা যদি অন্য দেশে ওই গম পাঠাতে চায়, তবে সেটির অনুমোদন দেবে না ওই দেশ বলে তিনি জানান।

জেসিসি

৩০ মে দিল্লিতে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এটি পিছিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেসিসি বৈঠক ১৯ জুন অনুষ্ঠিত হবে। তবে এর আগে ১৮ জুন আরও বেশ কয়েকটি বৈঠক হবে।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পাঁচ দিনের সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
ঢাকা আসছেন কাতারের আমির, সই হবে ১১টি দলিল
বিএনপির কোনও নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা দেওয়া হয় না: পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…