X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এনআইডিধারীদের রিটার্ন বাধ্যতামূলক করার প্রস্তাব মোমেনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২২, ২০:৪৫আপডেট : ১৫ জুন ২০২২, ২০:৪৫

জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) সবাইকে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

বুধবার (১৫ জুন) সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘এখন দেশে করজাল সীমিত। এর ব্যপ্তি বাড়াতে আমার প্রস্তাব হলো— যাদের এনআইডি আছে, তারা বাধ্যতামূলকভাবে ট্যাক্স রিটার্ন দাখিল করবে। আর যাদের ট্যাক্স আইডেনটিটি নম্বর (টিআইএন) আছে করপোরেশন হিসেবে তারা ট্যাক্স প্রদান করবে।’

প্রস্তাবিত বাজেটকে সাহসী বাজেট আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ মহামারি ও রাশিয়া–ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফিতি ও মন্দা পরিস্থিতির মধ্যেও ইতিহাসের সবচেয়ে বড় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। এই বাজেট কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকায় প্রত্যাবর্তনে সহায়ক হবে।’

প্রস্তাবিত বাজেটকে মধ্যবিত্তের বাজেট আখ্যা দিয়ে সরকারি দলের সংসদ সদস্য শামসুল হক বলেন, ‘অর্থনেতিক দিক থেকে বাংলাদেশ এখন স্বাবলম্বী। বাংলাদেশ কীভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, তা এখন বিশ্ব নেতৃত্বের কাছে বিস্ময়। এ জাদু আর কিছু নয়, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ভালোবাসেন, দেশের মাটি মানুষকে ভালবাসেন।’

সরকারি দলের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘কোভিড ও রাশিয়া–ইউক্রেইন যুদ্ধের যে চ্যালেঞ্জ— তা মাথায় রেখে জনগণের কথা ভেবে বাস্তবভিত্তিক ও গণমুখী বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী।’

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ও রুমিন ফারহানার বক্তব্যের সমালোচনা করে মুর্শেদী বলেন, ‘হারুন ও রুমিন যখন সংসদে কথা বলেন, তারা একটি কাগজের কথা বলেন, তারা প্রথম আলোর কথা বলেন। মনে হয় যেন বাংলাদেশে একটিই কাগজ আছে, আর কোনও কাগজ নেই।’

সরকারি দলের আরেক সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর রেমিট্যান্সে প্রণোদনা আরও বাড়ানো, খাদ্য ঘাটতি ও মূল্যস্ফিতি যাতে বেশি না হয়, সেদিকে নজর রাখার পরামর্শ দেন।

আলোচনায় আরো অংশ নেন—  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের আবু জাহির, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, আব্দুল মোমিন মণ্ডল, নেছার আহমেদ, মোয়াজ্জেম হোসেন রতন, আলী আজম, মেরিনা জাহান, হাবিবুর রহমান।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রফতানি বৃদ্ধির সম্ভাবনা
সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী মাসে
আমরা চাই শক্তিশালী রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধে ভূমিকা রাখুক: পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি