X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘ইউরোপে কেউ প্রাসাদ বানিয়ে বসে নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২২, ১৯:২৩আপডেট : ২২ জুলাই ২০২২, ১৯:৪১

২০২০ সালের মে মাসে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে বন্দুকের গুলিতে ২৬ জন বাংলাদেশি মারা যান। আহত হন ১২ জন। ওই ঘটনায় ২৬টি হত্যা মামলাসহ ২৬৫ জনের বিরুদ্ধে মামলা হয়। গ্রেফতার হয় ৫৬ জন।

শুক্রবার (২২ জুলাই) শরীয়তপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত মানবপাচার প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভায় এভাবেই অবৈধ অভিবাসনের ভয়াবহতা তুলে ধরেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

অনুষ্ঠানে শরীয়তপুরের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জননিরাপত্তা সচিব মো. আখতার হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব আহমেদ মুনিরুস সালেহিন, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতাসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই প্রথমবারের মতো মানবপাচার প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রথম সভার স্থান হিসেবে শরীয়তপুরকে বেছে নেওয়ার কারণ, ওই অঞ্চল থেকেই অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা চলে বেশি।

বেনজীর আহমেদ বলেন, শরীয়তপুর থেকে অনেকে অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, এটি একটি ভয়ানক মরণযাত্রা। এটা থেকে আমাদের সরে আসতে হবে।

বাংলাদেশিরা অবৈধ পথে গিয়ে হত্যার শিকার হোক এটি সরকার চায় না জানিয়ে তিনি বলেন, ‘কেন ১৫-২০ লাখ টাকা খরচ করে এভাবে যেতে হবে? ইউরোপে তো কেউ প্রাসাদ বানিয়ে বসে নেই। ছোট একটি ঘরে ১৫-২০ জন গাদাগাদি করে বাংলাদেশি থাকে।’

বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নতির বিষয়ে তিনি বলেন, এখন হাজার হাজার আফ্রিকান এখানে এসে পাসপোর্ট ফেলে দিয়ে অবৈধভাবে অবস্থান করছে। আমরা কেন এখন বিদেশে যাবো।

জননিরাপত্তা সচিব মো. আখতার হোসেন বলেন, বাংলাদেশে এক লাখ বিদেশি বৈধভাবে কর্মরত। যখন আমরা উন্নত হচ্ছি তখন অবৈধ অভিবাসন গ্রহণযোগ্য নয়।

গত বছরের সেপ্টেম্বর থেকে জুলাই পর্যন্ত ১৩৭০ জন বাংলাদেশিকে লিবিয়া থেকে ফেরত আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, শরীয়তপুর থেকে অনেকে ইতালি যেতে চান এবং অবৈধ পথে যেতে গিয়ে ভূমধ্যসাগরে ডুবে মারা যান।

/এসএসজেড/এফএ/এমওএফ/
সম্পর্কিত
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
পুলিশের অসুস্থ সদস্যদের দেখতে হাসপাতালে আইজিপি
সর্বশেষ খবর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি