X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলেছেন: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২২, ১৯:১০আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৯:২৭

আস্থার প্রশ্নে ভোটারদের আগ্রহ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রবিবার (২৪ জুলাই) ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রবিবার বিকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট আবু নাছের তালুকদারের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে সংলাপে অংশ নেন।

সংলাপে দলটির প্রস্তাবের বিষয়ে একমত পোষণ করে সিইসি বলেন, ‘আপনারা বলেছেন ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, এটা ঠিক। অনেক ক্ষেত্রে আমরাও দেখেছি, ভোটাররাও একটু নিরুৎসাহিত হয়ে পড়েছেন। এজন্য আস্থা ফেরানো খুবই প্রয়োজন। গণতন্ত্র বাঁচাতে হলে, গণতান্ত্রিক চেতনাকে চর্চা করতে ভোটারদের অবশ্যই ভোটকেন্দ্রে আসতে হবে। আর ভোটাররা ভোটকেন্দ্রে না এলে বুঝতে হবে গণতন্ত্রে অসুস্থতা রয়েছে বা গণতন্ত্রের অপমৃত্যু হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের ক্ষমতার সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু আমাদের চেষ্টার কোনও ত্রুটি থাকবে না। এ ব্যাপারে আশ্বস্ত করছি। যতটা তৎপর আমাদের হওয়া দরকার, সেটার প্রতিশ্রুতি দিচ্ছি।’

কমিশন অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করার চেষ্টা চালিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘এ লক্ষ্যে শুধু আমাদের যে দায়িত্ব, তার ওপর এককভাবে নির্ভর করলে তা ভ্রান্ত হবে। আপনাদেরও দায়িত্ব রয়েছে। সব রাজনৈতিক দলকে সমবেতভাবে এই কাজটি অর্জন করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা শক্তি পাবো। সবাই মিলে চেষ্টা করি—দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি সত্যিকার গণতান্ত্রিক চেতনায় গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক শুদ্ধতার সঙ্গে যেন বাস্তবায়ন করতে পারি।’

তিনি বলেন, ‘জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গড়ে উঠুক—এটাই আমাদের চাওয়া। আমরা ভোটারদের ভোটাধিকার প্রয়োগের অধিকার পরিপূর্ণভাবে দিতে চাই।’

 

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মিয়ানমারের নির্বাচন নিয়ে যা বললেন জান্তা প্রধান
সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘বাংলাদেশের মতো রাশিয়ার নির্বাচনেও হস্তক্ষেপের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র’
সর্বশেষ খবর
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে