X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বাইরের চাপ দলগুলোকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২২, ১৫:৪১আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৭:০৯

বাইরের কোনও দেশ বাংলাদেশ বা দেশের রাজনৈতিক দলকে হুমকি ধমকি বা সমর্থন দেবে নির্বাচন কমিশন তা বিশ্বাস করে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘এটা হলেও সংশ্লিষ্ট দলকে তা রাজনৈতিকভাবেই ফেস করতে হবে। কমিশনের ক্ষেত্রে করার কিছু নেই; সেটা হওয়ারও কথা নয়।‘

সোমবার (২৫ জুলাই) ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে সিইসি এসব কথা বলেন। পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল ইসির সাথে সংলাপে অংশ নেয়।

এর আগে বিদেশি সমর্থন বা হুমকি সম্পর্কে সংলাপে বাদশা বলেন, ‘কোনও রাজনৈতিক দলের ক্ষেত্রে বা কোনও বিশেষ দলের ক্ষেত্রে দেশের বাইরে থেকে কোনও সমর্থন যদি থাকে, সেক্ষেত্রে আপনারা কী করবেন? যদি এমন কোনও কথা উঠে আসে, এটাও আলোচনার মধ্যে থাকা দরকার। এমনও আছে, দেশের বাইরেও দলের অফিস আছে। এটা আমাদের সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় কিনা?’

এর জবাব দেওয়ার পাশাপাশি নির্বাচনের সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নির্বাচন কমিশনের অধীনে দেওয়ার দাবি প্রসঙ্গেও কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অধীনে সরকারের কোনও মন্ত্রণালয় ন্যস্ত হলে সংকট সৃষ্টি হতে পারে। ইসিকে শক্তিশালী করতে অনেক বিষয় কমিশনের ওপর ন্যস্ত করার কথা অনেকেই বলেছেন। সাংবিধানিকভাবে এটা গভর্নমেন্ট ন্যস্ত করলেই যে আমি নিতে পারবো, আমার সন্দেহ আছে। কারণ, কেবিনেট ইন রিলেটেড বাই দ্য কনস্টিটিউশন।’

তবে সংবিধান ও আইন-কানুন সংশোধন করে ন্যস্ত করা হলে নেওয়া যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘আদারওয়াইজ ইলিগ্যালি দিতে চাইলে যে আমরা নিতে পারবো বা নেবো, এ বিষয়ে আশ্বাস দিতে পারি না।’

ক্যাবিনেট কীভাবে ফর্ম হবে, কাদের নিয়ে হবে তা সংবিধানে উল্লেখ রয়েছে জানিয়ে সিইসি বলেন, ‘কাজেই নির্বাচন কমিশন ইজ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ইজ নট এ মিনিস্ট্রি- এটা আপনারা জানেন। কিন্তু আমি যে নির্বাচন কমিশনের হোম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার বা ওই ধরনের কোনও মিনিস্টার হয়ে যাবো; সেটা আরেকটা সংকট সৃষ্টি করতে পারে।’

‘গরিব-বিত্তবান বাস্তবতা’ উল্লেখ করে সিইসি বলেন, ‘এটা এমন একটি কঠিন বাস্তবতা যা ইসির পক্ষে ওভারকাম করা কঠিন। আমরা একমত- বৃত্তের একটা শক্তি এখনও আছে। অর্থের শক্তি আছে। আপনারা বলেছেন, ২০ লাখ টাকা খরচের কথা, বাইরে খরচ ২০ কোটি টাকা, সেটা তো আমরা চোখে দেখি না। অনেকে বলেন তাই বিশ্বাস করতে হয়।’

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের একক প্রার্থী ১১ জন
সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থীকে শোকজ, ইসিতে এসে জবাব দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি