X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে সংশয় সিইসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২২, ১৫:০২আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৫:০২

সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলো যথাযথ ভূমিকা পালন করতে পারছে কিনা সেই প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রাজনৈতিক সিস্টেম পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সিইসি বলেন, ‘রাজনৈতিক দলগুলো সিস্টেমটা ইমপ্রুভ করতে পারলে ইসির তো কাজই করা লাগে না। তবে আপনারা (রাজনৈতিক দল) যথাযথ সরব ভূমিকা পালন করতে পারছেন কিনা সেটা নিয়ে আমার একটু সংশয় আছে। আমি চাই, আপনারা আরও সরব ভূমিকা পালন করেন। তাহলে আমার জন্য ফিল্ডটা মসৃণ হয়ে যাবে।’

বৃহস্পতিবার (২৮ জুলাই) নির্বাচন ভবনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলটির সংসদে আনুপাতিক প্রতিনিধিত্বের প্রস্তাব প্রসঙ্গে সিইসি বলেন, ‘আনুপাতিক প্রতিনিধিত্বের প্রস্তাবটি অসম্ভব সুন্দর প্রস্তাব। প্রতিনিধিত্ব নিয়ে আরও কথা বলা দরকার। কমিশনের পক্ষে নয়, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। এটা পরামর্শ করে রাজনীতিবিদরাও দেখবেন, এটা আমাদের দেশের জন্য উপযোগী কিনা? মানুষের সেন্টিমেন্টের সঙ্গে উপযোগী কিনা? রাজনৈতিক দল হিসেবে আপনারা দেখবেন। এটা আপনাদের রাজনৈতিক দায়িত্ব। আপনারা রাজনৈতিক দায়িত্বটা আমাদের ওপর চাপিয়ে দেবেন না। আমাদের সমর্থন হয়তো থাকবে।’

রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা কেন এটা নিয়ে কথা বলছেন না, আমাদের ওপর চাপিয়ে দিচ্ছেন। সিস্টেমটা আপনারা ইমপ্রুভ করতে পারলে তো আমাদের কাজই করা লাগে না। এটা নিয়ে দল হিসেবে আপনারা কেন কথা বলেন না। পদ্ধতি পরিবর্তন করে রাজনৈতিক সুস্থতা ফিরিয়ে আনা গেলে সেটা রাজনৈতিক নেতৃত্বের বড় অর্জন হবে। একটি সিস্টেম দাঁড় করিয়ে দেন, সেটা নিশ্চিত করবে সঠিক নির্বাচন। চলমান পদ্ধতিগত পরিবর্তন আনতে পারলে শুধু আমরা নয়, ভবিষ্যৎ ইসিকেও পরিশ্রম করতে হবে না।’

সিইসি বলেন, ‘আপনারা অন্যান্য দলগুলোর সঙ্গে সংলাপ করেন। আপনারা রাজনীতির মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা এবং পরিবেশ নির্বাচনের অনুকূল করে দিতে পারলে আমাদের জন্য নির্বাচন অনুষ্ঠান অনেক সহজ হবে।’

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
আগের জামানতে ফিরতে সিইসিসহ ৬ জনকে লিগ্যাল নোটিশ
দুয়েকটি অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে: সিইসি
এনআইডি জালিয়াতির সহায়তাকারীদেরও ছাড় নয়: সিইসি
সর্বশেষ খবর
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়