X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৭ সিটি ও ৩৭ পৌরসভায় কেনা হচ্ছে ১৫০ কোটি টাকার যন্ত্রপাতি

শফিকুল ইসলাম
০৪ আগস্ট ২০২২, ২০:২১আপডেট : ০৪ আগস্ট ২০২২, ২০:৩২

সরকার দেশের সাতটি সিটি করপোরেশন এবং ৩৭টি জেলা পর্যায়ে প্রথম শ্রেণির পৌরসভার জন্য ১৫০ কোটি টাকার ৮১টি হুইল লোডার, ২৪টি ব্যাকহো লোডার এবং ৬৪টি অ্যাসফল্ট রোলার কেনার সিদ্ধান্ত নিয়েছে। ‘প্রকিউরমেন্ট অব মেশিনারিজ অ্যান্ড ইক্যুইপমেন্টস ফরম বেলারুশ ফর সেলেক্টেড মিউনিসিপ্যালিটিস অ্যান্ড সিটি করপোরেশনস’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব যন্ত্রপাতি কিনবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগ। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ৬২ লাখ ৬ হাজার টাকা। এরমধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে ২৭ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার টাকা। প্রকল্প ঋণ বাবদ বেলারুশ সরকার দেবে ১২২ কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকা। ২০২৩ সালের জুনে প্রকল্পটি শতভাগ বাস্তবায়িত হবে বলে একনেক সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েছে, প্রকল্পের আওতায় যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহের মাধ্যমে দেশের সাতটি সিটি করপোরেশন ও ৩৭টি জেলা পর্যায়ে প্রথম শ্রেণির পৌরসভার উন্নয়ন কার্যক্রমের সক্ষমতা বাড়ানো, সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর টেকনিশিয়ান ও চালকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া, মেশিনারিজ এবং ইক্যুইপমেন্ট সংগ্রহের মাধ্যমে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো, সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর ড্রেন মানসম্মতভাবে পরিষ্কার রাখা এবং রাস্তা বা কালভার্ট যান চলাচলের উপযোগী করার মাধ্যমে নাগরিক সেবা বাড়ানো হবে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় ৮১টি হুইল লোডার, ২৪টি ব্যাকহো লোডার এবং ৬৪টি অ্যাসফল্ট রোলার কেনা হবে। প্রকল্পটি ২০২২-২৩ অর্থবছরে এডিপিতে বৈদেশিক সাহায্য প্রাপ্তির সুবিধার্থে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

একনেক সভায় উপস্থাপনের আগে মতামতের বিষয়ে কমিশন জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে যান-যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহের মাধ্যমে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর উন্নয়ন কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি, টেকনিশিয়ান ও চালকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া, বর্জ্য ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি, রাস্তা, কালভার্ট, ড্রেনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে। তাই স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নের জন্য প্রস্তাবিত প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য সুপারিশ করা হলো। 

প্রকল্পটি সম্পর্কে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ‘স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন কৌশল’-এ সিটি করপোরেশনের জন্য যেসব উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে তার মধ্যে মানবসম্পদ উন্নয়ন নিয়মিতকরণ, বিনিয়োগ সহায়ক টেকসই নগর উন্নয়ন ও ব্যবস্থাপনা, যেমন- সড়ক সংযোগ, অবকাঠামো নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা, সিটি করপোরেশনগুলোর সাংগঠনিক দক্ষতা ও ব্যবস্থাপনা উন্নীতকরণ অন্যতম। এসব উদ্দেশ্যের সঙ্গে প্রকল্পটি সঙ্গতিপূর্ণ। এর ফলে সাধারণ মানুষের সেবা দেওয়ার দক্ষতা বাড়বে।

 

 

 

/এসআই/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ডিসিদের আরও বেশি জনবান্ধব হওয়ার আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রীর
বৈদেশিক ঋণের অর্থ ছাড়কে অগ্রাধিকার দেবো: পরিকল্পনামন্ত্রী
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পরিকল্পনামন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন