X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘কেন এত শোরগোল, হোয়াট ইজ শ্রীলঙ্কা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২২, ১৬:৫৯আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৭:১৬

বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘কারেন্ট অ্যাকাউন্টে অ্যাডজাস্টমেন্টের জন্য রিজার্ভ থেকে আমরা টাকা নিই। কিন্তু এটা নিয়ে কেন এত শোরগোল। হোয়াট ইজ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা কী করেছে আর আমরা কী করছি।’

বুধবার (১০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত ‘নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবনে চ্যালেঞ্জ’ শীর্ষক এক নগর সংলাপে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের কারেন্ট অ্যাকাউন্টে সমস্যা থাকতে পারে। এটা সারা বিশ্বেরই সমস্যা। আজ যুক্তরাষ্ট্র বিশ্বের এক নম্বর অর্থনীতি। তাদের ক্রেডিট-ডেবিট হিসাব করলে ঘাটতি পাওয়া যাবে। আমাদের কারেন্ট অ্যাকাউন্টে সমস্যা থাকলে রিজার্ভ থেকে নিই। রিজার্ভ নিয়ে কথা হয়। আমাদের রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার। এত রিজার্ভ কখনোই ছিল না।’

তিনি আরও বলেন, তারা (শ্রীলঙ্কা) ট্যুরিজমের উন্নয়ন করেছে। আমরা আমাদের নিজেদের কৃষির উন্নয়ন করেছি। তাদের ৭০ ভাগ কৃষিপণ্যে ঘাটতি দেখা গেছে। আমাদের যথেষ্ট আছে। আমরা গমে অন্যের ওপর নির্ভরশীল। সরকার তাই উৎপাদনের জন্য গমে প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে। আমাদের চালেও কোনও ঘাটতি নেই।’

তিনি আরও বলেন, সকালে (বুধবার) দেখলাম পত্রিকায় সব দেনা পরিশোধ করতে হবে জনগণকে। বিশ্বের কোন দেশ আছে, যেখানে জনগণ দেনা পরিশোধ করে না। সরকারের কি টাকা বানানোর ম্যাজিক মেশিন আছে? আপনারাই তো টাকা অর্জন করছেন। সরকার আপনাকে সুবিধা দিচ্ছে। নিয়ন্ত্রণ করছে ও ব্যবস্থাপনা করছে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রিয়াজুল হক, বাংলাদেশ কনজুমার অ্যাসোসিয়েশনের সভাপতি ও অ্যানার্জি রেগুলেটরি কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান প্রমুখ।

/আরএইচ/এফএ/এমওএফ/
সম্পর্কিত
রাজউকের খালে ডিএনসিসির পরিষ্কার কার্যক্রম
সবাইকে মশা নিধনে এগিয়ে আসতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী
এডিস মশার প্রকোপ কমাতে ডিসিদের নির্দেশ
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!