X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর বিমানবন্দর হবে আঞ্চলিক হাব: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা মাশুলে ট্রানজিটের সার্বিক বিষয় নিয়ে বলা হয়েছে। সেই সঙ্গে আমাদের সৈয়দপুর এয়ারপোর্টকে আমরা আঞ্চলিক হাব হিসেবে করতে চাচ্ছি, সেখানে নেপাল, ভুটান ও ভারতের যারা, তারা কিন্তু ব্যবহার করতে পারে। সেই ক্ষেত্রে পণ্য পরিবহনের জন্যও যাতে ট্রানজিট সুবিধা আসে, বা আমরা যে হাইড্রো ইলেক্ট্রিসিটি আনবো, সেখানেও তো ট্রানজিট দরকার। কারণ, রোড তৈরি করতে হবে, লোক যাতায়াত করতে হবে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে  এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 

সরকারপ্রধান বলেন, ‘আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে যোগাযোগ রাখতে গেলে ট্রানজিট একটি গুরুত্বপূর্ণ জিনিস। আর ভারতেরও নিজেদের যোগাযোগের সুযোগ, ব্যবসা-বাণিজ্য বাড়তে পারে। ভুটান, নেপাল, ভারত, বাংলাদেশ— এই চারটি দেশের মধ্যে কিন্তু একটা সমঝোতা স্মারক আছে। যদিও ভুটানের পাহাড়ি এলাকার কারণে বড় বড় ট্রাক ঢুকতে দিতে পারে না। তারপরও আমাদের ব্যবসা বাণিজ্য সহজে করতে পারে, সেটা আমাদের পণ্য ভারতে যাক, ভুটানে যাক, নেপালে যাক— সেই সুবিধা পাওয়া অথবা নেপাল  ও ভুটান থেকে সেই পণ্য আমাদের দেশে আসা। পাশাপাশি আমাদের পোর্ট, চট্টগ্রাম, মোংলা এমনকি এয়ারপোর্ট, আমি তো তাদেরকে বলেছি যে, আপনারা আমাদের এয়ারপোর্টও ব্যবহার করতে পারেন। যেমন- ত্রিপুরাকে আমি বলেছি যে, আমাদের চট্টগ্রাম পোর্ট, এয়ারপোর্ট ব্যবহার করতে পারে।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের সিলেট অঞ্চল ব্যবহার করার সুযোগ আছে। শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না, মিয়ানমার হয়ে থাইল্যান্ড হয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ, ট্রান্সএশিয়ান রেলওয়ে, হাইওয়ের যে কাজ আমরা করছি, সেটারও একটি সুযোগ সৃষ্টি হবে। তবে সব দেশই লাভবান হবে। দরজা বন্ধ করে রাখলে তো লাভ হবে না। খুলে দিলেই মানুষের লাভ হয়, কর্মসংস্থান বাড়ে।’

            

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ