X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-তাসখন্দ বিমান চলাচল নিয়ে সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২২, ০০:৩২আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০০:৩৫

তাসখন্দ রুটে বিমান চলাচলের জন্য বাংলাদেশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং উজবেকিস্তান পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে মঙ্গলবার (১ নভেম্বর) একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ দূতাবাস তাসখন্দ-এর উদ্যোগে সভায় বাংলাদেশের পক্ষে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের নেতৃত্বে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেন এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ বিমান ও সিভিল অ্যাভিয়েশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন।

দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উজবেকিস্তানের পক্ষে পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার জাসুরবেক চরিয়েভ এর নেতৃত্বে উজবেক এয়ার এবং উজবেক এভিয়েশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সভায় উজবেক ডেপুটি মিনিস্টার কোড শেয়ারিং (এক টিকিটে দুটি এয়ারলাইন্সে ভ্রমণ সুবিধা ) এর মাধ্যমে বিমান চলাচল চালুর পক্ষে উজবেক সরকারের আগ্রহের কথা জানান। বেসামরিক বিমান ও পর্যটন সচিব উজবেক কতৃপক্ষের নিকট ইতিপূর্বে পেশকৃত এয়ার সার্ভিস চুক্তির খসড়া দ্রুত অনুমোদন করার অনুরোধ করেন এবং পরবর্তীতে উভয় দেশের কারিগরি কমিটি গঠনপূর্বক দু’দেশের মধ্যে বিমান চলাচল চালুর বিষয়টি তরান্বিত করার অনুরোধ জানান। উজবেক কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের সম্মতি প্রদান করে দ্রুত চুক্তি অনুমোদন করে প্রেরণ করবেন মর্মে সভায় উল্লেখ করেন।

ভার্চুয়াল সভায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম বাংলাদেশে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, বিশ্বের বৃহত্তর ম্যানগ্রোভ বনাঞ্চল,মাজারসহ অন্যান্য আকর্ষণীয় পর্যটনের বিষয় উল্লেখ করেন এবং উজবেকিস্তানের হযরত ইমাম বোখারী, ইমাম তিরমিজি, ইমাম নক্সবন্দীর মাজারসহ অন্যান্য আকর্ষণীয় পর্যটনের বিষয় উল্লেখ করে দু’দেশের মধ্যে জিয়ারা ট্যুরিজম চালুর বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এক্ষেত্রে দু’দেশের মধ্যে বিমান চলাচল পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন ও সহজতর করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভার্চুয়াল সভাটি পরিচালনা করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

/এসএসজেড/এলকে/
সম্পর্কিত
বাংলাদেশে বিমান মেরামতের কারখানা করতে চায় কানাডিয়ান কোম্পানি
বাংলাদেশ বিমানের ফ্লাইটকে স্বাগত জানিয়েছেন ইতালিপ্রবাসীরা
ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে ছাড়লো বিমান বাংলাদেশের ফ্লাইট
সর্বশেষ খবর
আগামী সপ্তাহে থাইল্যান্ড সফরে যাবেন প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহে থাইল্যান্ড সফরে যাবেন প্রধানমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ: ২ আসামির স্বীকারোক্তি
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ: ২ আসামির স্বীকারোক্তি
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
বাজেট ২০২৪-২৫পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’