X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক আউটলুক নিরাপত্তাকেন্দ্রিক নয়: শাহরিয়ার আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক আউটলুক নিরাপত্তাকেন্দ্রিক নয়, বরং এর লক্ষ্য হচ্ছে— এ অঞ্চলের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন।

শনিবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত ‘বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক আউটলুক: সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপন্থা’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘উন্মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক এই অঞ্চল,  অন্যান্য দেশের শান্তি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য প্রয়োজন।’ শান্তিপূর্ণ সমুদ্রপথের সামরিকীকরণ কারও স্বার্থ সংরক্ষণ করবে না বলে তিনি জানান।

শাহরিয়ার আলম বলেন, ‘আমরা বৃহৎ শক্তি ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাই। এর কারণ হচ্ছে— বর্তমানের নিরাপত্তা চ্যালেঞ্জগুলো আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু, যা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মতো বিষয়ের সঙ্গে জড়িত।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বৃহৎ শক্তিগুলোর মধ্যে একটিকে বেছে নেওয়ার বিষয় এটি নয়। আমাদের আউটলুকের উদ্দেশ্য হচ্ছে— আইনের শাসন, সমুদ্রপথে অবাধ যাতায়াত, অন্তর্ভুক্তিমূলক মৌলিক নীতিগুলোকে সমুন্নত রাখা।’

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশকে আঞ্চলিক কানেক্টিভিটি কেন্দ্রে পরিণত করার চেষ্টা অগ্রাধিকারভিত্তিতে চলমান থাকবে।’

বাংলাদেশের আউটলুকে ‘অন্তর্ভুক্তিমূলক’ শব্দটি বলবৎ থাকবে এবং এটি কোনও অবস্থাতেই পরিবর্তন করা হবে না বলে তিনি জানান।

পররাষ্ট্র সচিব জানান, আমাদের আউটলুক অন্তর্ভুক্তিমূলক হওয়ার কারণে উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আগ্রহী দেশগুলোর সঙ্গে কাজ করবে বাংলাদেশ। তবে নিরাপত্তার ক্ষেত্রে কাজ করার মানে এই নয় যে, আমরা কোনও সামরিক জোটে যোগ দিচ্ছি।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
সর্বশেষ খবর
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
চোরাবালিতে ডুবে যাওয়া কিশোরকে জীবিত উদ্ধার
চোরাবালিতে ডুবে যাওয়া কিশোরকে জীবিত উদ্ধার
রাসায়নিক দিয়ে পাকানো ৪০০ কেজি আম জব্দ
রাসায়নিক দিয়ে পাকানো ৪০০ কেজি আম জব্দ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই